MS Dhoni

অল্প আলোয় গলি ক্রিকেট, ভিডিয়ো শেয়ার করে নস্ট্যালজিক ধোনি

তাঁর ব্যাট-প্যাড তুলে রাখা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মতামতকে ট্রেডমার্ক হেলিকপ্টার শটে উড়িয়ে দিয়ে প্রথম বিশ্বজয়ের ১২ বছর পূর্তিতে গলি ক্রিকেটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাঁচীর রাজপুত্র।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৯
Share:

মহেন্দ্র সিংহ ধোনি ফিরে যাচ্ছেন ফেলে আসা দিনে। — ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে অনন্ত জল্পনা। তিনি কবে অবসর নেবেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলাপাড়। যাঁকে নিয়ে এত কথা, সেই বিশ্বজয়ী অধিনায়ক কিন্তু যথারীতি চুপ। নিজের অবসর প্রসঙ্গে একটি শব্দও তিনি খরচ করেননি গণমাধ্যমে।

Advertisement

তাঁর ব্যাট-প্যাড তুলে রাখা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মতামতকে ট্রেডমার্ক হেলিকপ্টার শটে উড়িয়ে দিয়ে প্রথম বিশ্বজয়ের ১২ বছর পূর্তিতে গলি ক্রিকেটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাঁচীর রাজপুত্র।

সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন গলি ক্রিকেটে ব্যস্ত। প্রথম বলেই উইকেট ভেঙে গিয়েছে ব্যাটসম্যানের। সেই ব্যাটসম্যান অস্বীকার করছেন ক্রিজ ছাড়তে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘প্রথম বলটা তো ট্রায়াল।’’ পরে অজুহাত দিয়ে সেই ব্যাটসম্যানই বলছেন, ‘‘আমি তৈরিই ছিলাম না।’’

Advertisement

আরও পড়ুন: ধোনি কিন্তু এক দিনে হয়নি, পন্থকেও সময় দিন: যুবরাজ

আরও পড়ুন: অক্টোবরের ২৩ তারিখে বোর্ডের নির্বাচন

পাড়ার ক্রিকেটে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেই ব্যাটসম্যান পরের বলেই ফের বোল্ড হন। এ বার তিনি আলোর অভাবকে দুষেছেন। এই ভিডিয়ো পোস্ট করে ধোনি ফিরে গিয়েছেন তাঁর ফেলে আসা দিনে। গলি ক্রিকেট ধোনিকে ফিরিয়ে দিয়েছে তাঁর বিখ্যাত হয়ে ওঠার আগের জীবনের স্মৃতি। ভুবনজয়ী অধিনায়কও এক সময়ে গলি ক্রিকেট খেলেছেন। তাঁর জীবনে অনেক উত্থান পতন। সেই সব অতিক্রম করে গলি থেকেই রাজপথে ধোনি। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসে মাহি নস্ট্যালজিক।

Wen U know what’s coming and start the camera and u get it in the nxt 1min, sorry for the bad light but it’s the lingo that’s fun trial ball, umpires decision last decision.brings back memory from school days.he wd have never accepted this ever happened if v didn’t have this video.all of us have witnessed this at some point of time in cricket.enjoy

A post shared by M S Dhoni (@mahi7781) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন