MS Dhoni

ছ’টি ভাষায় কথা বলে মন জিতল ধোনির মেয়ে

তবে বাবা-মেয়ে কথা বলেছেন ছ’টি ভাষাতে! ধোনি আর ছোট্ট জিভার এই ভাষার খেলাতেই অভিভূত নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১২:২৮
Share:

মেয়ে জিভার সঙ্গে ধোনি। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় রোজ মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা না গেলেও ইদানীং প্রায়শই তিনি ভক্তদের সামনে আসছেন মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে। তিনি যখনই আসছেন, বাবা-মেয়ের খুনসুটিতে মজে যাচ্ছে নেটিজেনরা। রবিবার রাতেও এর ব্যতিক্রম ঘটেনি। বাবা-মেয়ের ভাষার দখল এ দিন ফের মুগ্ধ করেছে নেটিজেনদের।

Advertisement

ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োতে মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ধোনিকে। তবে বাবা-মেয়ে কথা বলেছেন ছ’টি ভাষাতে! ধোনি আর ছোট্ট জিভার এই ভাষার খেলাতেই অভিভূত নেটিজেনরা।

ভিডিয়োতে ধোনি জিভাকে জিজ্ঞাসা করেছেন, ‘তুমি কেমন আছ?’ এই কথাটিই তামিল, বাংলা, গুজরাতি, ভোজপুরি, পঞ্জাবি ও উর্দুতে মেয়েকে জিজ্ঞাসা করেছেন তিনি। জিভাও ওই ছ’টি ভাষাতেই জানিয়েছে সে কেমন আছে।

Advertisement

এত কম বয়সে এত গুলি ভাষা রপ্ত করার জন্য ধোনির মেয়ে জিভার প্রশংসাও দেখা গিয়েছে নেটিজেনদের কমেন্টে। ইনস্টাগ্রামে আপলোড করার কয়েক ঘণ্টার মধ্যেই ৩৫ লক্ষেরও বেশি লোক দেখে ফেলেছেন ভিডিয়োটি।

A post shared by M S Dhoni (@mahi7781) on

আরও পড়ুন: ইডেন দেখল রাসেল তাণ্ডব, হায়দরাবাদকে হারিয়ে দুর্দান্ত জয় নাইটদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement