Sports News

পাসপোর্ট সমস্যায় হংকং ওপেন যাওয়া হল না মুকেশের

সদ্য রেকর্ড করেছেন। ৫১ বছর বয়সে প্রথম এশিয়ান ট্যুর জিতে নিয়েছেন মুকেশ কুমার। কিন্তু যেতে পারছেন না হংকং ওপেনে অংশ নিতে। কারণ, তাঁর পাসপোর্টের বৈধতা শেষ হয়ে গিয়েছে। এতদিন সেটা নজরেই আসেনি তাঁর। রবিবারই জিতে নিয়েছেন প্যানাসনিক ওপেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ১৯:৪১
Share:

মুকেশ কুমার। ছবি: এএফপি।

সদ্য রেকর্ড করেছেন। ৫১ বছর বয়সে প্রথম এশিয়ান ট্যুর জিতে নিয়েছেন মুকেশ কুমার। কিন্তু যেতে পারছেন না হংকং ওপেনে অংশ নিতে। কারণ, তাঁর পাসপোর্টের বৈধতা শেষ হয়ে গিয়েছে। এতদিন সেটা নজরেই আসেনি তাঁর। রবিবারই জিতে নিয়েছেন প্যানাসনিক ওপেন। এটাই তাঁর জীবনের প্রথম বড় টুর্নামেন্ট জয়। তার পরই সুযোগ চলে আসে হংকং ওপেনে খেলার। বৃহস্পতিবারই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু যেতে পারছেন না মুকেশ। যেতে পারলে খেলার সুযোগ হত মাস্টার চ্যাম্পিয়ন ড্যানি উইলেট, অলিম্পিক্স গোল্ড মেডেলিস্ট জাস্টিন রোস ও ইউএস রাইডার কাপ তারকা প্যাট্রিক রিডের মতো তারকাদের সঙ্গে। হতাশ মুকেশ বলেন, ‘‘আমি যেতে পারছি না কারণ আমার পাসপোর্ট ব্যবহারের দিন শেষ হয়ে গিয়েছে। এবং এত দ্রুত সেটা হবেও না।’’ তবে বড় ইভেন্টে যোগ দিতে না পারলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি মুকেশ। বলেন, ‘‘আমি একমাসের বেশি সময় ধরে বাড়ির বাইরে। টানা গলফ খেলছি। আমার বিশ্রাম দরকার। পরের বছর আবার খেলায় ফিরব।’’

Advertisement

১২৩টি ডোমেস্টিক জয় এলেও ৩২ বছরের পেশাদার খেলার জগতে কোনও আন্তর্জাতিক ট্রফি জেতেননি মুকেশ। এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন। এটাই ছিল সুবর্ণ সুযোগ জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার। বলেন, ‘‘দেশের বাইরে আমি ২০-২২টি টুর্নামেন্ট খেলেছি। কিন্তু এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন হয়ে আমি বিশ্বের সেরা গলফারদের সঙ্গে খেলতে চাই।’’

আরও খবর

Advertisement

৫১ বছর বয়সে মুকেশের এশিয়া জয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন