হেরে বিপদে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের প্লে-অফে যাওয়ার দৌড়ে বড় ধাক্কা খেলেন রোহিত শর্মারা। তাও পয়েন্ট টেবলের লাস্টবয় কিংগস ইলেভেন পঞ্জাবের কাছে। শুক্রবার বিশাখাপত্তনমে মুম্বই ইন্ডিয়ান্স হারল সাত উইকেটে।

Advertisement

বিশাখাপত্তনম

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০৩:১০
Share:

আইপিএলের প্লে-অফে যাওয়ার দৌড়ে বড় ধাক্কা খেলেন রোহিত শর্মারা। তাও পয়েন্ট টেবলের লাস্টবয় কিংগস ইলেভেন পঞ্জাবের কাছে। শুক্রবার বিশাখাপত্তনমে মুম্বই ইন্ডিয়ান্স হারল সাত উইকেটে। অস্ট্রেলীয় পেসার-অলরাউন্ডার স্টইনিসের (৪-১৫) বোলিং দাপটে ১২৪-৯ থেমে যায় মুম্বইয়ের ইনিংস। রোহিত (১৫) রান পাননি। উন্মুক্ত চন্দ আর আম্বাতি রায়ডু তো পরপর শূন্য রানে ফেরেন। মুম্বইয়ের ব্যাটিং ধস দেখে একটা সময় দলের রান একশো পেরোবে কি না প্রশ্ন উঠেছিল। কায়রন পোলার্ড (২৭) আর নীতিশ রানার (২৫) অবদানে সেই লজ্জায় পড়তে হয়নি। তবে জবাবে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন মুরলী বিজয় (৫৪ ন.আ) ও ঋদ্ধিমান সাহার (৫৬) হাফসেঞ্চুরির সৌজন্যে ১৭ ওভারে ১২৭-৩ তুলে সহজেই জেতে পঞ্জাব। এ দিনের হারের পর লিগ টেবলে মুম্বইয়ের (১২ ম্যাচে ১২ পয়েন্ট) অবস্থান (৫) একই থাকল, কিন্তু প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের শেষ দু’টো ম্যাচই জিততে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement