অশ্বিন বলতে মুরুগন, পাণ্ড্য বলতে ক্রুনাল শেখাচ্ছে আইপিএল

ডোয়েন স্মিথ কোথায়? ওকে তো মনে হয়, গুজরাত কোনও আচ্ছাদন দিয়ে ঢেকে রেখেছে। লাসিথ মালিঙ্গা আর লেন্ডল সিমন্সকেও মিস করছে ভক্তরা। অনেকে হয়তো টুর্নামেন্ট দু’সপ্তাহ গড়িয়ে যাওয়ার পরেও জানে না ড্যারেন স্যামি এবং অ্যাঞ্জেলো ম্যাথেউজ এ বারের আইপিএল নিলামে কোনও টিম পায়নি। আইপিএল কি সংস্কারের পথে এগোচ্ছে? হালচাল তো সে রকমই। গত দু’সপ্তাহ যে ভাবে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আইপিএল চলেছে, তার পরে এ কথা বলা যেতে পারে।

Advertisement

রবি শাস্ত্রী

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০৫:০১
Share:

মুরুগন অশ্বিন ও ক্রুনাল পাণ্ড্য।

আইপিএল কি সংস্কারের পথে এগোচ্ছে? হালচাল তো সে রকমই। গত দু’সপ্তাহ যে ভাবে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আইপিএল চলেছে, তার পরে এ কথা বলা যেতে পারে।

Advertisement

বিশেষ করে নতুন ভেনু নিয়ে পরিস্থিতিটা এমন যে, একটা নৌবাহিনী রাতারাতি গেরিলা বাহিনীতে পাল্টে যাচ্ছে। কিংবা একটা পূর্ণাঙ্গ গাছকে তুলে নিয়ে গিয়ে ফের পোঁতা হচ্ছে।

যুবরাজ সিংহ বা আশিস নেহরার টাটকা খবর কী, জানা নেই। তবে এটা জানা গিয়েছে, সুনীল নারিনের প্রত্যাবর্তন ঘটেছে। কিন্তু স্যামুয়েল বদ্রি? ক্রিস গেইল আবার ‘হোম বোলার’দের সামলাতে দেশে গিয়েছে। বাবা হওয়ার সুখবর ওকে ঘিরে। অনিশ্চয়তা যে তাই কেবল নতুন ভেনুতে সীমাবদ্ধ নয়, তা উপরের উদাহরণগুলো থেকে বুঝতে পারা যাচ্ছে।

Advertisement

এ রকম উদাহরণ এ বারের আইপিএলে আরও আছে। ডেল স্টেইনকে দেখতে পাচ্ছি। কিন্তু ডোয়েন স্মিথ কোথায়? ওকে তো মনে হয়, গুজরাত কোনও আচ্ছাদন দিয়ে ঢেকে রেখেছে। লাসিথ মালিঙ্গা আর লেন্ডল সিমন্সকেও মিস করছে ভক্তরা। অনেকে হয়তো টুর্নামেন্ট দু’সপ্তাহ গড়িয়ে যাওয়ার পরেও জানে না ড্যারেন স্যামি এবং অ্যাঞ্জেলো ম্যাথেউজ এ বারের আইপিএল নিলামে কোনও টিম পায়নি। তবে পুরোটা যে অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা তাও নয়। সুরেশ রায়না এবং শিখর ধবন ব্যাট হাতে ওদের বাহুবল দেখিয়ে দিয়েছে ইতিমধ্যে। পুরোদস্তুর গ্ল্যাডিয়েটর। পাশাপাশি, পাণ্ড্য পরিবারে নিজের অস্তিত্ব জাহির করেছে ক্রুণাল। অশ্বিন বলতে এখন লোকে মুরুগনের নামও নিচ্ছে। কোহালি, ডে’ভিলিয়ার্স, গেইল, ওয়াটসনদের ভিড়েও নিজেকে ঠিক চিনিয়ে দিচ্ছে সরফরাজ। দিল্লি ডেয়ারডেভিলসের পিছনে আবার রাহুল দ্রাবিড়ের মস্তিষ্ক। মুম্বই আবার পরে জাগে। ধোনিরা আবার ট্রফি জয়ের পুরনো প্রার্থনায় সামিল। আর কেকেআর? লাইফ ইজ গুড মান, লাইফ ইজ গুড!

পয়েন্ট টেবল নতুন করে সাজবে। জানতে পারা যাবে নতুন ভেনুর নামও। আপাতত আইপিএল ড্যামেজ কন্ট্রোল মোডে।

(টিসিএম)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন