Sri Lanka vs Bangladesh

শ্রীলঙ্কাকে উড়িয়ে মুশফিকুরের ‘নাগিন ডান্স’! দেখুন ভিডিও

নতুন অবতারে দেখা দিলেন ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। ৩৫ বলে ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে নাগিন ডান্স করতে দেখা যায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ১৩:২০
Share:

নাগিন ডান্সের সেই মুহূর্ত। ছবি: টুইটার।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় ম্যাচটি শনিবার নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলল টাইগার বাহিনী। নিদাহাস ট্রফিতে ভাল জায়গায় থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জিততে হত বাংলাদেশকে। জয়টা সহজ ছিল না বাংলাদেশের জন্য। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ২১৫ রানের টার্গেট রাখে শ্রীলঙ্কা। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।

Advertisement

আর এর পরই নতুন অবতারে দেখা দেন ম্যাচের নায়ক মুশফিকুর রহিম। ৩৫ বলে ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে নাগিন ডান্স করতে দেখা যায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

মুশফিকুরের নাগিন ডান্সের ভিডিও টুইটারে পোস্ট হওয়ার পরই একের পর এক মজার টুইট করতে থাকেন সমর্থকরা।

Advertisement

আরও পড়ুন: রুদ্ধশ্বাস জয়ে দৌড়ে থেকে গেল বাংলাদেশ

আরও পড়ুন: আইপিএলে শামিকে না পেলে এঁরা হতে পারেন দিল্লির বিকল্প

এক সমর্থক লেখেন, “ম্যাচ জিতে মুশফিকুরের নাগিন ডান্স আমার দেখা ক্রিকেট মাঠে সব থেকে মজার দৃশ্য।”

আর এক সমর্থক লেখেন, “ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন মুশফিকুর রহিম।”

মুশফিকুরের নাচ দেখে আপনার কী মনে হচ্ছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement