Ravichandran Ashwin

‘এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার অশ্বিন’

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট শিকারি হিসেবে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহালদের মাঝেও অশ্বিন বুঝিয়ে দিয়েছেন তাঁকে ভারতীয় দলে কতটা প্রয়োজন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ২০:৩৬
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: বিসিসিআই সৌজন্যে।

ডেনিস লিলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেট শিকারি হিসেবে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহালদের মাঝেও অশ্বিন বুঝিয়ে দিয়েছেন তাঁকে ভারতীয় দলে কতটা প্রয়োজন!

Advertisement

এ বার অশ্বিনকে বিশ্বের অন্যতম সেরা স্পিনারের তকমা দিলেন টেস্টে সর্বাধিক উইকেট শিকারি মুথাইয়া মুরলীধরণ। মঙ্গলবার অশ্বিনের প্রশংসা করে মুরলী বলেন, “আমি অশ্বিনকে শুভেচ্ছা জানাতে চাই। টেস্টে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট নেওয়া নিশ্চিত ভাবেই একটা বড় কৃতিত্ব। এক জন বোলারের কাছে এটা কখনই সহজ নয়।”

আরও পড়ুন: প্লেয়ারদের মাইনে নিয়ে আলোচনায় বিরাট কোহালি

Advertisement

আরও পড়ুন: জন্মদিনে রায়নাকে দারুণ উপহার সচিনের, শুভেচ্ছা টুইটারেও

এ দিন অশ্বিনকে বিশ্বের সেরা স্পিনার হিসেবে ব্যাখ্যা করে মুরলী বলেন, “এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ স্পিনার অশ্বিন। ভারতের এক দিনের দলে ও নেই ঠিকই, তবে আমি আশাকরি শীঘ্রই ও জাতীয় দলে ফিরে আসবে।”

৩০০ উইকেট নিতে স্বয়ং স্পিন কিংবদন্তি মুরলীধরণ খেলেছিলেন ৫৮টি টেস্ট। মোট ১৩৩টি টেস্ট খেলে মুরলীর উইকেট সংখ্যা ৮০০।

এ দিন ভারতীয় দলের লাগাতার ভাল পারফরমেন্সেরও প্রশংসা করেন মুরলীধরণ। তাঁর কথায়, “বিরাট কোহালির নেতৃত্বে ভারত দারুণ খেলছে। প্রতিটি ফর্ম্যাটের ক্রিকেটেই নিজেদের মেলে ধরছে ভারত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন