Sports News

অবসর তিনি নিচ্ছেনই, জানিয়ে দিলেন ইউনিস খান

অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন। আবারও তা একবার নিশ্চিত করলেন পাকিস্তানের বিশ্বস্ত ব্যাটসম্যান ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ১৯:০৮
Share:

ইউনিস খান। ছবি: সংগৃহীত।

অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন। আবারও তা একবার নিশ্চিত করলেন পাকিস্তানের বিশ্বস্ত ব্যাটসম্যান ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

Advertisement

মাঝে একটা গুজব শোনা গিয়েছিল, হয়তো অবসর নেবেন না তিনি। কিন্তু একটি ভিডিওতে তিনি এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অবসর তিনি নিচ্ছেনই। আর যে সময় বলেছিলেন সেই সময়ই তিনি অবসর নেবেন। সেই ভিডিওতে ইউনিস বলেন, ‘‘দেখছি আমার অবসর নিয়ে অনেক জল্পনা চলছে, আমি নাকি অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। এটার মধ্যে কোনও সত্যতা নেই। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ফাইনাল। এই সিদ্ধান্তের কোনও বদল হবে না। আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ইনিংসেও সেঞ্চুরি করি তাও বদল হবে না।’’

আরও খবর: এই আইপিএল-এ আর খেলা হল না ব্রাভোর

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement