Handball

Handball: বাংলায় সিনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়ন পশ্চিম বর্ধমানের ছেলে ও নদিয়ার মেয়েদের দল

ছেলেদের প্রতিযোগিতায় ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমান ও কলকাতা। সেখানে ৯-৮ গোলে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বর্ধমান। অন্য দিকে মেয়েদের খেলায় ফাইনালে মুখোমুখি হয় কলকাতা ও নদিয়া। ফাইনালে ৫-২ গোলে কলকাতাকে হারায় নদিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৬
Share:

ছেলেদের চ্যাম্পিয়ন পশ্চিম বর্ধমান দল নিজস্ব চিত্র

রাজ্য সিনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা হয়ে গেল কলকাতায়। ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন’ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। দু’দিন ধরে চলা এই প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে পশ্চিম বর্ধমান ও মেয়েদের বিভাগে নদিয়া চ্যাম্পিয়ন হল।

Advertisement

অনুষ্ঠানের উদ্বোধন করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

অনুষ্ঠানের উদ্বোধন করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। মোট ১০টি জেলার ছেলে ও মেয়েদের দল অংশ নিয়েছিল প্রতিযোগিতায়। প্রতিটি দলে ১৬ জন করে, অর্থাৎ মোট ৩২০ জন প্লেয়ার ছিল। কোভিডের মধ্যে যাতে এক সঙ্গে বেশি খেলোয়াড় মাঠে না থাকে তার জন্য নকআউট পদ্ধতিতে হয় খেলা।

Advertisement

প্রতিযোগীদের সঙ্গে কর্মকর্তারা নিজস্ব চিত্র

ছেলেদের প্রতিযোগিতায় ফাইনালে ওঠে পশ্চিম বর্ধমান ও কলকাতা। সেখানে ৯-৮ গোলে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বর্ধমান। অন্য দিকে মেয়েদের খেলায় ফাইনালে মুখোমুখি হয় কলকাতা ও নদিয়া। ফাইনালে ৫-২ গোলে কলকাতাকে হারায় নদিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন