ম্যানেজার সুনীলের রিপোর্টে নতুন বিতর্ক

ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার সেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সুব্রহ্মণ্যমের দাবি, ভারতীয় ক্রিকেট দলের ক্যারিবিয়ান সফর চলাকালীন গত ২২-২৬ অগস্ট টিম হোটেলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৯
Share:

বিরাটদের ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম। ফাইল চিত্র

ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যমকে নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের নতুন বিতর্ক। শুক্রবার সংবাদসংস্থা জানিয়েছে, গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের এক জুনিয়র সাপোর্ট স্টাফ অ্যান্টিগার হোটেলে এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন। সে ঘটনা জানানোও হয়েছে ভারতীয় বোর্ডকেও। যদিও তা ‘নিছকই অনভিপ্রেত’ ঘটনা বলে জানিয়ে দিয়েছে বোর্ড। কারণ, ওই মহিলা নাকি অভিযুক্ত ব্যক্তিকে চিনতে ভুল করেছিলেন। এমনই দাবি ভারতীয় ক্রিকেট বোর্ডের।

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার সেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সুব্রহ্মণ্যমের দাবি, ভারতীয় ক্রিকেট দলের ক্যারিবিয়ান সফর চলাকালীন গত ২২-২৬ অগস্ট টিম হোটেলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ)-র কাছে গত বুধবার ওই ঘটনা বিস্তারিত ভাবে জানিয়েছেন সুব্রহ্মণ্যম। পাশাপাশি পরামর্শ দিয়েছেন, অভিযুক্ত ওই জুনিয়র সাপোর্ট স্টাফের সঙ্গে আলাদা ভাবে কথা বলার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তার কথায়, ‘‘তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট হোটেল কর্মী নাম ভুল করেছেন। ঘরের যে নম্বর উল্লেখ করা হয়েছিল, সেই ঘরেও ভারতীয় দলের কেউ ছিলেন না।’’ যদিও সুব্রহ্মণ্যম সিওএ-র কাছে পাঠানো তাঁর প্রথম ই-মেলে লিখেছিলেন, ‘‘ওই ব্যক্তি ভারতীয় দলেরই সদস্য ছিলেন। তদন্তে সেটাই প্রমাণিত হয়েছিল।’’ যদিও পরের ই-মেলে সেই অভিযোগ প্রত্যাহার করে নেন তিনি। তাতেই বেড়েছে বিতর্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন