Cricket

আইপিএল-এ বড় চমক নিয়ে আসছে রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের কাছ থেকে প্রস্তাব পেয়ে দ্বিতীয় বার আর তিনি ভাবেননি।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ১৫:০২
Share:

এ বার কিউয়ি স্পিন পরামর্শদাতা আনছে রাজস্থান। —ফাইল চিত্র।

দুই মরসুম রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। সেই প্রাক্তন ক্রিকেটারকেই স্পিন পরামর্শদাতা করল রাজস্থান রয়্যালস।

Advertisement

এ বারের আইপিএল-এ ভূমিকা বদলাচ্ছে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ সোধির। বোলিং কোচ সাইরাজ বাহুতুলের সঙ্গে স্পিন পরামর্শদাতা হিসেবে কাজ করবেন সোধি।

২০১৮ ও ২০১৯ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে মোট ৮টি ম্যাচ খেলেন সোধি। উইকেট নেন ৯টি। রাজস্থানের হয়ে দুই মরসুম খেলার ফলে ফ্র্যাঞ্চাইজিটির কর্তা-প্লেয়ারদের সম্পর্কে বেশ ভাল ধারণা সোধির।

Advertisement

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটাররা ইংরেজি বোঝে না, অজুহাত কোচিং নিয়ে হতাশ গিবসের

সেই কারণে রাজস্থান রয়্যালসের তরফ থেকে প্রস্তাব পাওয়ার পরে দ্বিতীয় বার আর ভাবেননি কিউয়ি স্পিনার। রাজস্থান রয়্যালসের পরামর্শদাতা হিসেবে চুক্তিতে সই করার পরে ২৭ বছরের সোধি বলেন, ‘‘অল্প বয়সে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ হিসেবে কাজ করতে পারব ভেবেই ভাল লাগছে।’’

নিউজিল্যান্ডের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ ও ৩১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৪১টি ও ওয়ানডে-তে ৩৯টি উইকেটের মালিক সোধি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন