রানার বোলিংয়ে খুশি কোচ কালিস

পরপর দুই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন নীতীশ রানা। যাঁকে নিয়ে কালিস বলেছেন, ‘‘ধারাবাহিক ভাবে ও ভাল খেলে চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৪:৩৩
Share:

গুরু: ড্রেসিংরুমের পরিবেশকে গুরুত্ব দিচ্ছেন কালিস। ফাইল চিত্র

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যে ভাবে বোলিং-ব্যাটিং, দু’বিভাগেই সফল হয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাতে খুশি জাক কালিস। কেকেআরের প্রধান কোচ বলেছেন, ‘‘এই ম্যাচটায় আমাদের বোলার এবং ব্যাটসম্যান, সবাই ভাল খেলেছে। অলরাউন্ড পারফরম্যান্স হয়েছে। দলের জয়ে সবারই ভূমিকা রয়েছে।’’

Advertisement

টুইটারে পোস্ট করা এক ভিডিয়ো সাক্ষাৎকারে কালিস আরও বলেছেন, ‘‘আমাদের দল এমন ভাবে তৈরি হয়েছে, যেখানে সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। আমাদের যে কোনও ক্রিকেটার ম্যাচ জিতিয়ে দিতে পারে। সে ভাবেই আমারা দল সাজিয়েছি।’’

পরপর দুই ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন নীতীশ রানা। যাঁকে নিয়ে কালিস বলেছেন, ‘‘ধারাবাহিক ভাবে ও ভাল খেলে চলেছে। এখন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভাল করছে।’’ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রানার খেলা ইনিংস নিয়ে কালিস বলেছেন, ‘‘ও খুব ভাল ভাবে ইনিংসটা নিয়ন্ত্রণ করল। যেটা দেখে আমাদের খুব ভাল লেগেছে।’’

Advertisement

কালিস এ বার অধিনায়ক হিসেবে পেয়েছেন দীনেশ কার্তিককে। প্রথম পাঁচ ম্যাচে কার্তিকের নেতৃত্ব দেখে কী মনে হল? কালিসের মন্তব্য, ‘‘ডিকে অত্যন্ত অভিজ্ঞ এক জন ক্রিকেটার। এই অভিজ্ঞতা ওকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সাহায্য করবে। দলের ক্রিকেটারদের খুব ভাল সামলাচ্ছে ডিকে।’’

কালিস মনে করেন, ড্রেসিংরুমের আবহ একটা দলের সফল হওয়ার পিছনে বড় কারণ হয়ে দাঁড়ায়। ‘‘আমরা চাই ছেলেরা মাঠে ভাল ক্রিকেট খেলুক, লড়াকু ক্রিকেট খেলুক। আর মাঠের বাইরে মজা করুক। আটটা দল আইপিএলে খেলছে। শেষ পর্যন্ত একটা দল ট্রফি নিয়ে যাবে। আমরা চাই, ছেলেরা যেন সব সময় ড্রেসিংরুমের পরিবেশ উপভোগ করতে পারে। একসঙ্গে মজা করে।’’

আইপিএলের দ্বিতীয় সপ্তাহে এসে কি মনে হচ্ছে, আপনার দল ঠিক সময়ে নিজেদের সেরা খেলাটা দেখাচ্ছে? কালিসের জবাব, ‘‘আশা করি, সেটাই হচ্ছে। তবে এখান থেকে আমাদের উন্নতি করে যেতে হবে। আশা করব, সেই কাজটা ঠিকমতো করতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন