Commonwealth Games in India

অহমদাবাদে হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস, ২০ বছর পর আবার প্রতিযোগিতা ফিরল ভারতে

২০৩০ সালের কমনওয়েলথ গেমস হবে ভারতে। অহমদাবাদকে আয়োজক শহর হিসাবে ঘোষণা করেছে কমনওয়েলথ কমিটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:০৩
Share:

কমনওয়েলথ গেমসের উদ্বোধনে আলোর রোশনাই। ছবি: এক্স।

অপেক্ষার অবসান। অবশেষে ভারতেই হতে চলেছে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস। অহমদাবাদকে আয়োজক শহর হিসাবে ঘোষণা করেছে কমনওয়েলথ কমিটি। শেষ ২০১০ সালে দিল্লিতে হয়েছিল এই প্রতিযোগিতা। ২০ বছর পর আবার ভারতের মাটিতে ফিরছে কমনওয়েলথ গেমস।

Advertisement

২০৩০ সালের কমনওয়েলথ আয়োজনে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল নাইডেরিয়া। কিন্তু কমনওয়েলথ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০৩৪ সালের প্রতিযোগিতা নাইজেরিয়ায় দেওয়া হতে পারে। অহমদাবাদের উপর ভরসা রেখেছে কমিটি। তবে এই নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। প্রথমে ‘কমনওয়েলথ স্পোর্টস এভালুয়েশন কমিটি’ অহমদাবাদের নামের প্রস্তাব দিয়েছিল। তার পর গত মাসে ‘কমনওয়েলথ স্পোর্টস এগজ়িকিউটিভ বোর্ড’ আয়োজক হিসাবে অহমদাবাদের নাম প্রস্তাব করে। বুধবার গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় তাতে সিলমোহর দিয়েছে ৭৪ সদস্য দেশ। ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ডোনাল্ড রুকারে জানিয়েছেন, তাঁরা আশাবাদী, ২০৩০ সালে অহমদাবাদ খুব ভাল ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। তিনি বলেন, “ভারতে খেলার সঙ্গে সংস্কৃতির যোগ রয়েছে। ২০৩০ সালে কমনওয়েলথের ১০০ বছর। আমরা আশাবাদী, ভারতের মাটিতে তাদের উন্নত ও বৈচিত্রমূলক সংস্কৃতিপ পরিচয় আমরা দেখতে পাব। খুব ভাল একটা প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম।” ১৯৩০ সালে কানাডায় আয়োজিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। সেই সময় এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। পরে তার নাম বদলে হয় কমনওয়েলথ গেমস।

Advertisement

গত এক বছরে অহমদাবাদে বেশ কয়েকটি প্রতিযোগিতা হয়েছে। তার মধ্যে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ, এফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ কোয়ালিফায়ারের মতো প্রতিযোগিতা রয়েছে। আগামী বছর এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ। এশিয়া প্যারা-আর্চারি বিশ্বকাপ রয়েছে সেখানে। তাই কমনওয়েলথ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

২০৩৬ সালে ভারতে অলিম্পিক্সের আয়োজন করতে চায় ভারত। এই বিষয়ে অনেক দিন ধরেই বিশ্ব অলিম্পিক্স কমিটির সঙ্গে আলোচনা করছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা ও কেন্দ্রীয় সরকার। অহমদাবাদকেই অলিম্পিক্সের কেন্দ্র করতে চায় ভারত। তার আগে কমনওয়েলথ বড় পরীক্ষা। এই পরীক্ষায় ভাল ভাবে পাশ করলে অলিম্পিক্স আয়োজনের লড়াইয়ে এগোবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement