Cricket

কোহালির ফিটনেস অনুকরণ করবে না পাকিস্তান, জানিয়ে দিলেন ওয়াকার

পাকিস্তানে প্রতিভার ছড়াছড়ি। কিন্তু ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। ২০১৯ বিশ্বকাপের সময়ে সরফরাজ আহমেদের  ফিটনেস নিয়ে বিরক্ত ছিলেন প্রাক্তন পাক তারকারাই।

Advertisement

সংবাদ সংস্থা

করাচি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৮:৪৬
Share:

২০১৫ সালে নিজের ফিটনেসের দিকে নজর দেন কোহালি। বছর খানেকের মধ্যেই দারুণ ফিট এক অ্যাথলিট হয়ে ওঠেন। —ফাইল চিত্র।

বিরাট কোহালির ফিটনেস নিয়ে এত দিন প্রশংসা করে এসেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সিরিজ শুরুর আগে ওয়াকার জানালেন পাক ক্রিকেটাররা কোহালির ফিটনেস অনুকরণ করবেন না। তাঁৱা নিজেরাই ফিটনেসের একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন।

Advertisement

ওয়াকার ইউনিসের কথায়, পাকিস্তান জাতীয় দলেও রয়েছেন বেশ ফিট কয়েকজন ক্রিকেটার। তাঁরাও পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ধরেন। পাক কোচ বলছেন, ‘‘আমাদের দলেও বেশ কয়েকজন ফিট ক্রিকেটার রয়েছে। তিনটে ফরম্যাটে খেলতে হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ফিট হতেই হয়। বিরাট কোহালি দারুণ ফিট এক জন অ্যাথলিট। আমরাও পিছিয়ে নেই। বাবর আজম দারুণ ফিট। বেশ ভাল পারফর্মও করছে। শাহিন আফ্রিদিও খুব ফিট। আমরা অন্য কাউকে কপি করতে যাব না। নিজেরাই নিজেদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করবো। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’’

পাকিস্তানে প্রতিভার ছড়াছড়ি। কিন্তু ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। ২০১৯ বিশ্বকাপের সময়ে সরফরাজ আহমেদের ফিটনেস নিয়ে বিরক্ত ছিলেন প্রাক্তন পাক তারকারাই।

Advertisement

আরও পড়ুন: আইএসএল, করোনা, দলের ‘লক্ষ্য-মোক্ষ’ নিয়ে অদ্ভুত চিঠি আশিয়ানজয়ীদের

এখন ওয়াকার তাঁর ছেলেদের ফিটনেসের উপরে জোর দিচ্ছেন। কারণ দীর্ঘ ক্রিকেট অভিজ্ঞতা থেকে তিনি জানেন, ফিট না হলে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি দূর এগনো সম্ভব নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন