India vs Pakistan

ভারতে হকি দল না-ও পাঠাতে পারে পাকিস্তান, নিরপেক্ষ মাঠে এশিয়া কাপ খেলার দাবি পাক কর্তার

এশিয়া কাপ খেলতে ভারতে আসতে না-ও পারে পাকিস্তান। নিরাপত্তা এবং সুরক্ষার অভাবের কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে তারা। টালবাহানার পর ভারত সরকার আসার অনুমতিও দিয়েছে। কিন্তু পাকিস্তান আসবেই এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৮:৩৫
Share:

ভারত-পাকিস্তান হকি ম্যাচ নিয়ে দোলাচল। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

এশিয়া কাপ খেলতে ভারতে আসতে না-ও পারে পাকিস্তান। নিরাপত্তা এবং সুরক্ষার অভাবের কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে তারা। ভারতে এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। টালবাহানার পর ভারত সরকার আসার অনুমতিও দিয়েছে। কিন্তু পাকিস্তান আসবেই এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অধীনে থাকা যুব উন্নয়ন এবং ক্রীড়া দফতরের চেয়ারম্যান রানা মাসুদ খান জানিয়েছেন, তাদের সরকার যাবতীয় নিরাপত্তা খতিয়ে দেখে যদি সন্তুষ্ট হয় তা হলেই ভারতে আসবে। যদিও পরে সংবাদ সংস্থা এএফপি-র একটি প্রতিবেদনে জানানো হয়, ভারতে আসবে না পাকিস্তান। তবে আনুষ্ঠানিক ভাবে সে কথা এখনও জানানো হয়নি।

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই দু’দেশের সম্পর্ক তলানিতে। ক্রিকেটেও এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত আয়োজক হলেও পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ মাঠে খেলবে তারা। তবে বাকি খেলায় সেই সুযোগ নেই। বিশেষত যেগুলি অলিম্পিক্স স্পোর্টসের অন্তর্গত। অলিম্পিক্স চার্টার অনুযায়ী, কোনও দেশই রাজনৈতিক সম্পর্কের কারণে অন্য কোনও দেশের ক্রীড়াবিদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারে না। এই কাজ করলে ভবিষ্যতে কোনও প্রতিযোগিতা আয়োজন করতে সমস্যায় পড়বে ভারত।

Advertisement

পাকিস্তান হকি সংস্থার সভাপতি আখতার রসুল চান, নিরপেক্ষ মাঠে খেলা আয়োজন করতে। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-কে তিনি বলেছেন, “পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের যা সম্পর্ক, তাতে আমার মতে এশীয় হকি সংস্থার উচিত এই ম্যাচ নিরপেক্ষ মাঠে আয়োজন করা করা। আমাদের খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রাখা উচিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement