আরশাদ নাদিম। —ফাইল চিত্র।
পাকিস্তানের নাম অলিম্পিক্সের মানচিত্রে উজ্জ্বল করেছেন আরশাদ নাদিম। প্রথম ক্রীড়াবিদ হিসাবে ব্যক্তিগত সোনা জিতেছেন তিনি। প্যারিসে পুরুষদের জ্যাভলিন ইভেন্টে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতেছেন তিনি। অলিম্পিক্সে সোনা জেতার পর পাকিস্তান সরকার তাঁকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই পুরস্কার তিনি এখনও পাননি বলে অভিযোগ আরশাদের।
প্যারিসে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতার পর পাকিস্তানে ফিরে সংবর্ধনার বন্যায় ডুবে গিয়েছিলেন তিনি। পাকিস্তানের সরকার, স্থানীয় প্রদেশের প্রশাসন, এমনকি, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও একগুচ্ছ পুরস্কার ঘোষণা করেছিল। তার মধ্যে কিছু পুরস্কার তিনি পেয়েছেন। আবার কিছু পাননি। সেই কথা জিয়ো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আরশাদ।
পাকিস্তানের অ্যাথলিট বলেছেন, “অনেক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে জমি দেওয়ার কথাও ছিল। সেগুলো একটাও আমি পাইনি। যদি না-ই দেবে, তা হলে ঘোষণা করার কোনও মানে নেই। আমি প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি। সকলে বলেছেন, বিষয়টা দেখছেন। কিন্তু এখনও কোনও জবাব পেলাম না। তবে হ্যাঁ, আর্থিক যা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা পেয়েছি।”
দেশের সরকার প্রতিশ্রুতি না রাখলেও তিনি তাঁর লক্ষ্য থেকে সরবেন না বলেই জানিয়েছেন আরশাদ। আপাতত তাঁর লক্ষ্য চলতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আরশাদ বলেছেন, “আপাতত বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। পাশাপাশি পাকিস্তান থেকে আরও জ্যাভলিন থ্রোয়ার তোলার চেষ্টা করছি। আমার কোচ সলমন বাট কিশোরদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমি আমার লক্ষ্যে অবিচল।”
সোনা জিতে দেশে ফেরার পর পাকিস্তান সরকার আরশাদকে ১০ কোটি টাকা পুরস্কার দিয়েছিল। পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ নাদিমের সঙ্গে দেখা করেন। তিনি নাদিমকে ১০ কোটি টাকা (ভারতীয় মূল্যে ৩ কোটি ১ লক্ষ ৩১ হাজার ৪৫২ টাকা) পুরস্কার দিয়েছেন। সেই সঙ্গে একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে নাদিমকে। সেই গাড়ির নম্বর পিএকে ৯২.৯৭। এই দূরত্বে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন নাদিম। তাঁর উপহারের তালিকায় রয়েছে একটি ষাঁড়ও। দেশে ফিরে নিজের গ্রাম খানেওয়ালে যান আরশাদ। সেখানে যাওয়ার পরে আরশাদের শ্বশুর মুহম্মদ নওয়াজ় তাঁকে একটি ষাঁড় উপহার দেন। যদিও জমি তিনি পাননি বলেই অভিযোগ করেছেন।
বেশ কয়েক দিন প্রতিযোগিতা থেকে দূরে রয়েছেন আরশাদ। তাঁর কাফ মাসলে চোট লেগেছিল। ব্রিটেনে তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। আরশাদ আশা করছেন, ১৬ অগস্ট থেকে শুরু হতে চলা ডায়মন্ড লিগে নামতে পারবেন তিনি। যদি আরশাদ সেখানে নামেন তা হলে আরও এক বার নীরজ বনাম আরশাদের লড়াই দেখা যাবে।