দশ কোটির পোগবা

চার বছর আগে অ্যালেক্স ফার্গুসন তাঁকে ভর্ৎসনা করেছিলেন। ক্লাবকে কোনও সম্মান না দেখানোর জন্য। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি কোচের ‘ব্যাডবয়’ পল পোগবাই এখন ইউনাইটেডের তুরুপের তাস।

Advertisement
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০৪:০৩
Share:

চার বছর আগে অ্যালেক্স ফার্গুসন তাঁকে ভর্ৎসনা করেছিলেন। ক্লাবকে কোনও সম্মান না দেখানোর জন্য। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি কোচের ‘ব্যাডবয়’ পল পোগবাই এখন ইউনাইটেডের তুরুপের তাস। যাঁকে জুভেন্তাস থেকে ফিরিয়ে আনতে দশ কোটি পাউন্ডের (৮৮৪ কোটি টাকা) প্রস্তাব দিতে পারে রেড ডেভিলস। তেমনই জানাচ্ছে ব্রিটিশ মিডিয়া। ইউরোয় ফ্রান্সকে ফাইনালে তোলা, জুভেন্তাসকে ইতালির ঘরোয়া লিগে টানা দাপট দেখানোর পিছনে পোগবার কৃতিত্ব নজর কেড়েছে ইউনাইটে়ডের। শোনা যাচ্ছে, পোগবার সঙ্গে ব্যক্তিগত চুক্তিও করে ফেলেছে জোসে মোরিনহোর দল। সাপ্তাহিক বেতন হিসেবে পোগবা নাকি পাবেন প্রায় ২২ লক্ষ পাউন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement