Faf Du Plessis

মাথায় চোট, কনকাশন, পাকিস্তান সুপার লিগ থেকেই ছিটকে গেলেন দু’প্লেসি

রবিবারের ম্যাচে চার বাঁচাতে গিয়ে সতীর্থ মহম্মদ হাসনাইনের পা এসে লাগে দু’প্লেসির মাথায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৬:০৮
Share:

ফ্যাফ দু’প্লেসি। ছবি: টুইটার থেকে

পাকিস্তান সুপার লিগে খেলার সময় মাথায় চোট পান ফ্যাফ দু’প্লেসি। তাঁর কনকাশন হয়েছে। এর ফলে প্রতিযোগিতার বাকি অংশ থেকে সরে যেতে হল তাঁকে। দু’প্লেসির দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস টুইট করে জানিয়েছে।

Advertisement

রবিবারের ম্যাচে চার বাঁচাতে গিয়ে সতীর্থ মহম্মদ হাসনাইনের পা এসে লাগে দু’প্লেসির মাথায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। পরে নিজেই টুইট করে জানিয়েছিলেন ভাল আছেন, তবে আংশিক স্মৃতিশক্তি হারিয়েছেন। কোয়েটার তরফে টুইট করে লেখা হয়, ‘প্রতিযোগিতায় আর অংশ নিতে পারবে না ফ্যাফ দু’প্লেসি। দক্ষিণ আফ্রিকা ফিরে যাচ্ছে সে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসবে ও।’

পাকিস্তান সুপার লিগে খেলার আগে আইপিএল-এ চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলেন দু’প্লেসি। সেই প্রতিযোগিতায় ৭টি ম্যাচ খেলেন তিনি। পর পর ৪টি অর্ধশতরান-সহ ৩২০ রান করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন