All England Open Badminton Championships

সিন্ধু হারলেও অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে জয় পেলেন লক্ষ্য, খেলবেন কোয়ার্টার ফাইনালে

ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিরুদ্ধে ২৪-২২, ১১-২১, ২১-১৪ গেমে জেতেন। লক্ষ্য জিতলেও প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন পিভি সিন্ধু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২৩:০৬
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন। তিনি ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিরুদ্ধে ২৪-২২, ১১-২১, ২১-১৪ গেমে জেতেন। লক্ষ্য জিতলেও প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন পিভি সিন্ধু। তিনি হেরে যান আন সে-ইয়ংয়ের বিরুদ্ধে। মেয়েদের ব্যাডমিন্টনে তিনি এক নম্বর তারকা।

Advertisement

বৃহস্পতিবার সিন্ধু স্ট্রেট সেটে হেরে যান। ইয়ং প্রথম গেমটি জেতেন ২১-১৯ ব্যবধানে। পরের গেমটিতে সিন্ধুকে দাঁড়াতেই দেননি ইয়ং। দক্ষিণ কোরিয়ার ইয়ংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল ভারতের সিন্ধুকে। অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু মাত্র ৪২ মিনিটে হেরে যান। ইয়ংয়ের বিরুদ্ধে টানা সাত বার হারলেন সিন্ধু। গত বছর ইয়ং ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

লক্ষ্য বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে। তিনি হারিয়ে দেন বিশ্বের ছ’নম্বর অ্যান্টনসেনকে। সমানে সমানে লড়াই চলছিল প্রথম থেকে। প্রথম গেম লক্ষ্য জিতে নেওয়ার পরেও হাল ছাড়েননি ডেনমার্কের শাটলার। দ্বিতীয় গেমে জিতে ম্যাচে ফিরে আসেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জিতে কোর্ট ছাড়েন লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন বিশ্বের ১০ নম্বর লি জ়ি জিয়ার বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement