(বাঁ দিক থেকে) নোভাক জোকোভিচ, রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং অ্যান্ডি মারে। ছবি: রয়টার্স।
ফরাসি ওপেন কর্তৃপক্ষ রবিবার সংবর্ধনা দিয়েছে রাফায়েল নাদালকে। ‘সেলিব্রেটিং দ্য কিং’ অনুষ্ঠানে ১৪ বারের চ্যাম্পিয়ন উপস্থিত ছিলেন সপরিবার। বাবা-মা, স্ত্রী-বোনদের সঙ্গে ছিল আড়াই বছরের ছেলেও। অনুষ্ঠান মিটতেই সে এক সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে বসল একদা বাবার তিন প্রতিপক্ষকে।
অনুষ্ঠান শেষ হওয়ার পর ছেলেকে কোলে নিয়ে রোলঁ গারোজের লকার রুমে যান নাদাল। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ফ্যাব ফোরের বাকি তিন জন। রজার ফেডেরার, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে। পুরনো প্রতিপক্ষদের সামনে আড়াই বছরের ছেলেকে কোল থেকে নামিয়ে দেন নাদাল। বাবার কোল থেকে নেমেই খুদে নাদাল এক ঝলক ‘মেপে’ নেয় ফেডেরার-জোকোভিচ-মারেকে। নাদাল ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখনই বাবার তিন প্রতিপক্ষকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দেয় এক রত্তি।
প্রথমে মারে হাত বাড়িয়ে দেন জুনিয়র নাদালের দিকে। ‘হ্যান্ডশেক’ না করে খেলার ছলে মারের হাতে সপাটে চাপড় মারে সে। এর পর জোকোভিচের সঙ্গেও একই ভাবে পরিচয় পর্ব সাড়ে। জুনিয়র নাদালের চাপড় খেতে হয়েছে ফেডেরারকেও। তার দুষ্টুমি দেখে হেসে ফেলেন ফ্যাব ফোরের সকলে। রোলঁ গারোজের লকার রুমে জুনিয়র নাদালের কাণ্ড ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তা দেখে নাদাল ভক্তদের বক্তব্য, রাফা যার খেলার সঙ্গী, সে তো বাবার প্রতিপক্ষদের চ্যালেঞ্জ করবেই।
২০০৫ সালের ২৫ মে প্রথম ফরাসি ওপেনের কোর্টে নেমেছিলেন ১৮ বছরের নাদাল। তার পর ২০২৪ সাল পর্যন্ত খেলেছেন ১১৬টি ম্যাচ। তার মধ্যে ১১২টিই জিতেছেন তিনি। ১৪ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। রবিবার সেই দিনটির ২০ বছর পূর্তিতে নাদালকে সংবর্ধনা দেন ফরাসি ওপেন কর্তৃপক্ষ।