প্রতি টেস্টে ২০ উইকেট নিতে পারে ভারত: দ্রাবিড়

দ্রাবিড় বলেন, ‘‘আমাদের বোলাররা এখন যে রকম বল করছে, তা দেখে দারুণ লাগছে। ধারাবাহিক ভাবে কুড়িটা উইকেট নিচ্ছি। আমাদের বোলারদের ফর্ম দেখে বলাই যায়, প্রতিটা টেস্টেই ওরা কুড়িটা করে উইকেট নিতে পারবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:৩১
Share:

—ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরে ভারতের বোলিং দেখে আপ্লুত রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, এই ভারতীয় বোলিং প্রতি টেস্টে কুড়িটা উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। শনিবার চেন্নাইয়ে দ্রাবিড় বলেন, ‘‘আমাদের বোলাররা এখন যে রকম বল করছে, তা দেখে দারুণ লাগছে। ধারাবাহিক ভাবে কুড়িটা উইকেট নিচ্ছি। আমাদের বোলারদের ফর্ম দেখে বলাই যায়, প্রতিটা টেস্টেই ওরা কুড়িটা করে উইকেট নিতে পারবে।’’

Advertisement

যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের নিয়ে তৈরি ভারতীয় দলের পেস আক্রমণ সম্পর্কে দ্রাবিড় বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের দলে চার-পাঁচ জন দুর্দান্ত ফাস্ট বোলার আছে। তা ছাড়া আমাদের ফাস্ট বোলারদের নিয়ে তৈরি রিজার্ভ বেঞ্চও খুব ভাল।’’ দ্রাবিড় যোগ করেন, ‘‘টেস্ট খেলতে নামার সময় আপনি যদি জানেন, আপনার দলের ক্ষমতা আছে কুড়িটা উইকেট নেওয়ার, তা হলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়।’’

চলতি সিরিজে ভারতের সাফল্যের পিছনে চেতেশ্বর পূজারার কথাও বলেছেন দ্রাবিড়। তাঁর মন্তব্য, ‘‘এই সিরিজে দুর্দান্ত খেলছে পূজারা। আজ, রবিবার মেলবোর্নে আমরা জিতে গেলে সেই জয়ের পিছনে পূজারার ইনিংসের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। ঠিক অ্যাডিলেড টেস্টের মতোই। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়ার পরে যে ভাবে পূজারা ফিরে এল, তা এক কথায় অসাধারণ।’’

Advertisement

আরও পড়ুন: ঘূর্ণির দেশ থেকে গতির তোপধ্বনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement