vভারতীয় দলের কোচ হতে কি তিনি রাজি আছেন? রাহুল দ্রাবিড় পরিষ্কার করে কিছু বলছেন না। ৪৩ বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়ক এখন ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব ১৯-এর কোচের পাশাপাশি দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের দায়িত্বেও আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হওয়ার সঙ্গে টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর চুক্তিও শেষ হয়ে যায়। এর পর বিরাট কোহালিদের নতুন কোচ হিসেবে দ্রাবিড়ের নাম উঠে আসে। তবে এখনও দায়িত্ব নেওয়ার ব্যাপারে পরিষ্কার ভাবে দ্রাবিড় কিছু জানাননি। তিনি ভারতের সিনিয়র দলের দায়িত্ব নিতে প্রস্তুত কি না জানতে চাইলে দ্রাবিড় এ দিন বলেন, ‘‘জীবনের এই পর্বে আমি যে সিদ্ধান্তই নিই না কেন সেটা নির্ভর করবে আমার সেই কাজটা করার ক্ষমতা রয়েছে কি না তার উপর।’’ সঙ্গে ৪৩ বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়ক আরও যোগ করেন, ‘‘এ সব ব্যাপারে সময় লাগে। চট করে বলা যায় না আপনি দায়িত্ব নিতে তৈরি না এখনও তৈরি নয়। অভিজ্ঞতা থেকে এটা বলছি।’’
-------------
ইলাহাবাদে এক স্পোর্টস অ্যাকাডেমির উদ্বোধনে
যুবরাজ-নেহরা। বুধবার। -পিটিআই