কম ওভার বল করেও কামাল জাডেজার

শেন ওয়ার্ন তাঁকে বলেছিলেন, রক স্টার। সোমবার চিন্নাস্বামীতে সেই ‘রক স্টার’ ভারতকে ফিরিয়ে আনলেন ম্যাচে। অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:৩৬
Share:

চেতেশ্বর পূজারার ছন্দ ধরে রাখাটাই এখন চ্যালেঞ্জ। পিটিআই

শেন ওয়ার্ন তাঁকে বলেছিলেন, রক স্টার। সোমবার চিন্নাস্বামীতে সেই ‘রক স্টার’ ভারতকে ফিরিয়ে আনলেন ম্যাচে। অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়ে।

Advertisement

রবীন্দ্র জাডেজার ব্যাটে ইদানীং সে রকম রান নেই। কিন্তু বল হাতে ম্যাচ জেতানোর কাজ তাঁকে করতে দেখা যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা গিয়েছিল। চিন্নাস্বামীতেও সোমবার অন্যতম নায়ক জাডেজাই। বেঙ্গালুরুর দ্বিতীয় টেস্ট ভারত যদি জেতে, তা হলে কিন্তু তার পিছনে জাডেজার বোলিংয়ের একটা বড় ভূমিকা থাকবে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে জাডেজা ৬৩ রান দিয়ে তুলে নিলেন ছ’উইকেট। কিন্তু জাডেজার সাফল্য আরও একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। সৌরাষ্ট্রের এই বাঁ-হাতি স্পিনারকে কি কম ওভার বল করানো হল? স্কোরবোর্ড দেখাচ্ছে, জাডেজা করেছেন ২১.৪ ওভার। সেখানে অশ্বিন ৪৯, ইশান্ত ২৭ এবং উমেশ ২৪ ওভার বল করেন। জাডেজাকে দিয়ে কি আর একটু বেশি বল করানো যেত না? সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন করা হয় সঞ্জয় বাঙ্গারকে। যার জবাবে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘‘আমাদের পরিকল্পনা একটু অন্য রকম ছিল। আসলে প্রথম ইনিংসে ১৮৯ রানে শেষ হয়ে যাওয়ায় আমরা চেয়েছিলাম অস্ট্রেলিয়ার রান ওঠার গতিটা আটকাতে। তাই পেসারদের দিয়ে বিরাট একটু বেশি বল করিয়েছে।’’

Advertisement

কেন জাডেজার চেয়ে অশ্বিনকে অনেক বেশি বল করানো হয়েছে, তারও ব্যাখ্যা দিয়েছেন বাঙ্গার। বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার দু’জন বাঁ-হাতি ব্যাট করেছে অনেকটা সময়। অশ্বিনকে প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করানো হয়েছে পিচের রাফটাকে কাজে লাগানোর জন্য। এ সবের জন্যই জাডেজাকে সে ভাবে বল করানো যায়নি।’’

যতটুকু সুযোগ তিনি পেয়েছেন, তাতেই আপাতত বাজিমাত করেছেন জাডেজা। উইকেটে বাউন্স একটু কমলেও ফাটলটা বাড়বে বলেই মনে করছেন বাঙ্গার। এমনকী সেটা বলেও দিয়েছেন তিনি। ‘‘শেষ দু’দিনে পিচ ভাল হবে বলে মনে হয় না। বরং পিচের ফাটল আরও বাড়বে বলেই মনে হয়। সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের সামনে চ্যালেঞ্জটা আরও শক্ত হবে,’’ বলেছেন ভারতের ব্যাটিং কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement