শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন লখটে

মাইকেল ফেল্পস যখন অলিম্পিক্সে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাঁর সতীর্থ রায়ান লখটে ডুবিয়ে দিলেন দেশের সম্মান। অবস্থা এমন যে সতীর্থরা তো বিরক্তই, সঙ্গে বিদ্রুপ ধেয়ে আসছে দেশ থেকেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০৩:৩৬
Share:

মাইকেল ফেল্পস যখন অলিম্পিক্সে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাঁর সতীর্থ রায়ান লখটে ডুবিয়ে দিলেন দেশের সম্মান। অবস্থা এমন যে সতীর্থরা তো বিরক্তই, সঙ্গে বিদ্রুপ ধেয়ে আসছে দেশ থেকেই। মিথ্যা অভিযোগ করার জন্য। যার জেরে শুক্রবার ক্ষমা চেয়ে লখটের টুইট, ‘‘আরও সতর্ক হওয়া উচিত ছিল। টিমের সদস্য, ভক্ত, স্পনসর, আয়োজকদের কাছে ক্ষমা চাইছি। এই ধরনের ঘটনা এড়ানো উচিত ছিল।’’

Advertisement

লখটের অভিযোগ ছিল, রিও শহরতলির এক গ্যাস স্টেশনে তাঁকে এবং তাঁর তিন সতীর্থকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠ করেছে ব্রাজিলিয়ান পুলিশের পোশাক পরা এক ব্যক্তি। তদন্তে অবশ্য উঠে আসে, ওই চার জন মদ্যপান করে গ্যাস স্টেশনের বাথরুমে ভাঙচুর করে। তার পর ওই গ্যাস স্টেশনের সশস্ত্র রক্ষী লখটেদের বন্দুক দেখিয়ে দাঁড় করিয়ে রাখার পাশাপাশি ক্ষতিপূরণ চেয়েছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন