রোনাল্ডোর জয়ে চাপে এখন মেসি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জিনেদিনের জিদানের সামনে কার্লো আনচেলোত্তি। এক সময় রিয়াল মাদ্রিদে আনচেলেত্তির সহকারি ছিলেন জিদান। যিনি বরাবর বলে এসেছেন কোচ হিসেবে তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছেন আনচেলোত্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০৪:০৭
Share:

ত্রিমূর্তি: লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচ আজ, রবিবার। তারই প্রস্তুতিতে বার্সেলোনার এমএসএন। টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জিনেদিনের জিদানের সামনে কার্লো আনচেলোত্তি। এক সময় রিয়াল মাদ্রিদে আনচেলেত্তির সহকারি ছিলেন জিদান। যিনি বরাবর বলে এসেছেন কোচ হিসেবে তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছেন আনচেলোত্তি।

Advertisement

গুরু বনাম শিষ্যর লড়াই নিয়ে উত্তাল ফুটবলবিশ্ব। শেষ হাসি কে হাসবেন সেটাই এখন কোটি টাকার প্রশ্ন? এপ্রিলে হতে চলা মহারণের আগে অবশ্য আনচেলোত্তির প্রশংসায় পঞ্চমুখ জিদান। রিয়ালের ফরাসি কোচ বলছেন, ‘‘কার্লো খুব ভাল একটা মানুষ। ওর থেকে অনেক কিছু শিখেছি। সবাই জানে রিয়ালে কার্লো কতটা ভাল কাজ করেছিল। খুব স্পেশ্যাল একটা ম্যাচ হতে চলেছে।’’

বায়ার্নকে সবাই ফেভারিট ধরছে ঠিকই কিন্তু জিদানও জানিয়ে দিলেন, রিয়াল ভয় পাচ্ছে না বিপক্ষকে। ‘‘কার্লোর সঙ্গে কোনও কথা হয়নি। কিন্তু এটা আমি বলতে পারি না ওরা যেমন আমাদের ভয় পাচ্ছে না। আমরাও ভয় পাচ্ছি না ওদের। ম্যাচটা খুব ভাল হবে এটুকু বলতে পারি। দুটো দলেরই সেমিফাইনালে যাওযার সমান সুযোগ আছে,’’ বলছেন জিদান।\

Advertisement

আরও পড়ুন: য়ুভেন্তাসকে সমীহই করছেন ইনিয়েস্তা

লা লিগায় শীর্ষস্থান নিজেদের দখলে রাখল রিয়াল। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ হারাল জিদানের দল। প্রথমার্ধের মাঝামাঝি গোল করে রিয়ালকে ১-০ এগিয়ে দেন করিম বেঞ্জেমা। বিরতির পর আদুরিজের গোলে সমতা ফেরায় বিলবাও। কিন্তু কাসেমিরোর গোলে আবার এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত চেষ্টা করেও ফের সমতা ফেরাতে ব্যর্থ বিলবাও। জয়ের সৌজন্যে বার্সেলোনার উপর চাপ বজায় রাখল রিয়াল। ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল জিদানের দল।

বেঞ্জেমার প্রশংসায় পঞ্চমুখ জিদান ম্যাচ শেষে বলছেন, ‘‘আমার দল আজ খুব ভাল খেলেছে। বিশেষ করে বেঞ্জেমা আর কাসেমিরো। ওরা দু’জন ভাল খেলেছে।’’ ৭৯ মিনিটে আবার রোনাল্ডোকে বসিয়ে দেন জিদান। সেটা নিয়ে বিতর্ক দেখা দিলেও জিদান বলছেন, ‘‘রোনাল্ডোকে মাঝে মাঝে বসানো যেতেই পারে। তাতে অসুবিধার কিছু নেই।’’

পরের কয়েক সপ্তাহে আবার পঁচিশ দিনের মধ্যে ন’টা ম্যাচ খেলতে হবে রিয়ালকে। সেই প্রসঙ্গে রিয়ালের ফরাসি কোচ বলছেন, ‘‘পঁচিশ দিনে ন’টা ম্যাচ খেলতে হবে। কিন্তু তা বলে ফুটবলাররা বিশ্রাম পাবে না। আমি বিশ্রাম পাব।’’ সঙ্গে তিনি যোগ করেন,‘‘এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। লা লিগায় এই তিন পয়েন্টে লিগ শেষ হচ্ছে না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন