লাল কার্ড দেখানোয় মাঠেই গুলি রেফারিকে

এমন ঘটনাই ঘটেছে মেসির দেশে। পর পর তিনবার। প্রথম গুলি করা হয় তাঁর মাথায়। তার পর গলায়। এবং সবার শেষ গুলিটি করা হয় বুকে। যে অপরাধের জন্য এমন শাস্তি পেতে হল তাঁকে সেই কারণ শুনলেও আঁতকে উঠতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৪
Share:

এমন ঘটনাই ঘটেছে মেসির দেশে। পর পর তিনবার। প্রথম গুলি করা হয় তাঁর মাথায়। তার পর গলায়। এবং সবার শেষ গুলিটি করা হয় বুকে। যে অপরাধের জন্য এমন শাস্তি পেতে হল তাঁকে সেই কারণ শুনলেও আঁতকে উঠতে হবে। ৪৮ বছরের সিজার ফ্লোরেস লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন এক ফুটবলারকে। আর্জেন্তিনার কোরদোবা জেলায় ঘটেছে এই ঘটনা। প্রতিপক্ষের প্লেয়ারকে অন্যায়ভাবে ফাউল করায় লাল কার্ড দেখান রেফারি। মাঠ থেকে রিজার্ভ বেঞ্চে ফিরে এক মিনিটের মধ্যেই রেফারিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন সেই ফুটবলার। তখনই একটি গুলি গিয়ে লাগে অন্য এক ফুটবলারের গায়ে। ২৫ বছরের ওয়াল্টার জারাতের গুলি লাগলেও তিনি এখন সুস্থ আছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

পুলিশ জানিয়েছে সেই ফুটবলারের ব্যাগ প্যাকেই ছিল বন্দুক। সে রিজার্ভ বেঞ্চে ফিরে ব্যাগ থেকে বন্দুক নিয়ে মাঠে ছুটে আসেন। ততক্ষণে আবার শুরু হয়ে গিয়েছে খেলা। তার মধ্যেই রেফারিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। মাঠেই লুটিয়ে পরেন সিজার। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও সেই ফুটবলারকে ধরতে পারেনি পুলিশ। কোরদোবা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘পুরো ঘটনাটাই ঘটেছে ম্যাচ চলার সময়। আমরা জানি না রেফারির সঙ্গে ঠিক কী হয়েছিল। কিন্তু সেই ফুটবলার এতটাই রেগে ছিল যার ফলে এমন ঘটনা ঘটিয়েছে।’’

আরও খবর

Advertisement

মেসির পেনাল্টি, গোল করে গেলেন সুয়ারেজ, হতভম্ব গোলকিপার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন