অশ্বিনকে স্বাগত পন্টিংয়ের

ভারতীয় দলের হয়ে ৬৮টি টেস্ট এবং ১১১টি ওয়ান ডে খেলেছেন অশ্বিন। যথাক্রমে ৩৫৭ ও ১৫০টি উইকেট রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০৪:৫১
Share:

আর অশ্বিন।—ফাইল চিত্র।

আগামী মরসুমে আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস দলে আর অশ্বিন যোগ দেওয়ায় খুশি কোচ রিকি পন্টিং। তিনি বলেছেন, অশ্বিন যে কোনও দলেরই শক্তিবৃদ্ধি করার ক্ষমতা রাখেন। ভারতীয় অফস্পিনারকে দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস আগামী মরসুমের জন্য কিংস ইলেভেন পঞ্জাবে ছেড়ে দিয়েছে বাঁ-হাতি স্পিনার জগদীশ সুচিতকে।

Advertisement

দিল্লির কোচ সরকারি বিবৃতিতে বলেছেন, ‘‘অশ্বিন যে কোনও দলের সম্পদ। আমাদের দলেরও শক্তিবৃদ্ধি করবে ও। সবাই জানে, আমাদের ঘরের মাঠের পিচ ধীর গতির। যা স্পিনারদের সাহায্য করে। আমার বিশ্বাস, অশ্বিন যে রকম বুদ্ধিমান বোলার, এই পিচে বল করার সময় দারুণ প্রভাব ফেলতে পারবে।’’

ভারতীয় দলের হয়ে ৬৮টি টেস্ট এবং ১১১টি ওয়ান ডে খেলেছেন অশ্বিন। যথাক্রমে ৩৫৭ ও ১৫০টি উইকেট রয়েছে তাঁর। আইপিএলে তিনি তিনটি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন, চেন্নাই সুপার কিংস, রাইজিং পুণে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন পঞ্জাব। সিএসকে-র হয়ে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ারও অভিজ্ঞতা আছে। ২০১০ এবং ২০১১ সালে। কিংস ইলেভেন পঞ্জাব দলের ভক্তদের অভিনন্দন জানিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘‘গত দু’বছর কিংস ইলেভেন পঞ্জাব দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলব না। সতীর্থদের মনে পড়বে। নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। এই দু’বছর যে ভাবে অকুষ্ঠ সমর্থন পেয়েছি, তার জন্য ভক্তদের ধন্যবাদ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন