Rishabh Pant

ওয়ানডে সিরিজে বিশ্রামে ঋষভ, ফাঁস করলেন প্রধান নির্বাচক প্রসাদ

সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে অপরাজিত ১৫৯ রানের ইনিংসের পর একদিনের সিরিজে ঋষভ পন্থের না-থাকা নিয়ে চর্চা গতি পেয়েছে। সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে সাত ইনিংসে ৩৫০ রান করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

সিডনি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১২:৩৪
Share:

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ঋষভ। ছবি: এএফপি।

বাদ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রামই দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। টানা খেলার ক্লান্তি তো আছেই। রয়েছে খুচখাচ চোটও। যা সারিয়ে তোলার জন্যই দেওয়া হয়েছে বিশ্রাম। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ আরও জানান যে ভারতের বিশ্বকাপের ভাবনাতে প্রবল ভাবেই রয়েছেন তিনি।

Advertisement

সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে অপরাজিত ১৫৯ রানের ইনিংসের পর একদিনের সিরিজে ঋষভ পন্থের না-থাকা নিয়ে চর্চা গতি পেয়েছে। সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে সাত ইনিংসে ৩৫০ রান করেছেন তিনি। মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অনেকেই বলছেন যে এই ফর্মে থাকা তরুণ উইকেটকিপারকে খেলানো উচিত ছিল ৫০ ওভারের ফরম্যাটেও।

এই আবহেই প্রসাদ জানিয়ে দিয়েছেন যে ঋষভ পন্থ মোটেই বাদ পড়েননি। প্রধান নির্বাচকের কথায়, “বিশ্বকাপে আমাদের যে ভাবনায় যে উইকেটকিপাররা রয়েছে, তার মধ্যে অবশ্যই ঋষভ আছে। বেছে নেওযা তিন কিপারই ভাল খেলছে। আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় অবশ্যই রয়েছে ঋষভ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই ওকে রাখা হয়নি ওয়ানডে দলে।” তিনজন কিপার বলতে মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের কথাই প্রসাদ বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: টেস্ট জেতার জন্য অভিনন্দন! ট্রোলড প্রীতি জিন্টা মুছে দিলেন টুইট​

আরও পড়ুন: ১৯৪৭-২০১৮, মহাদেশের ২৮ ক্যাপ্টেনের আক্ষেপ মেটালেন বিরাট

নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া ছোটখাট চোট নিয়েই টেস্ট সিরিজে খেলেছেন ঋষভ, জানিয়েছেন প্রসাদ। তিনি বলেছেন, “আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমরা কতজনকে বিশ্রাম দিচ্ছি। ঋষভ টি-টোয়েন্টি সিরিজের পর হাড্ডাহাড্ডি চার টেস্টের সিরিজ খেলেছে। ওর শরীরে যার ধকল পড়েছে। খুচখাচ কিছু চোট আছে। যেগুলো সারিয়ে তোলা দরকার। আমি নিশ্চিত, ঋষভ আরও জোরালো ভাবে ফিরবে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একমাত্র কিপার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছে ও। আমরা ওকে কিছু টার্গেট দিয়েছিলাম। বলেছিলাম ম্যাচ ফিনিশ করে ফিরতে। সেদিক দিয়ে সিডনি টেস্ট ওর কেরিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে থাকবে।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন