মেসিকে রক্ষা করো, পরামর্শ রিভাল্ডোর

চোট সারিয়ে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি। তবে সামনের লম্বা মরসুমের কথা মাথায় রেখে তাঁকে রবিবারের ম্যাচে নামানো উচিত কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৯ ০২:৫২
Share:

বিতর্ক: ক্লাবের হয়ে কি বেশি খেলে ফেলছেন মেসি, উঠছে প্রশ্ন।

আজ, রবিবার লা লিগায় খেতাফের বিরুদ্ধে খেলতে নামছে বার্সেলোনা। কিন্তু প্রশ্ন হল, সেই ম্যাচে কি শুরু থেকে দেখা যাবে লিয়োনেল মেসিকে?

Advertisement

চোট সারিয়ে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি। তবে সামনের লম্বা মরসুমের কথা মাথায় রেখে তাঁকে রবিবারের ম্যাচে নামানো উচিত কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই মুহূর্তে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবলের চার নম্বরে রয়েছে বার্সেলোনা। এই অবস্থায় ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে যে তাঁর দলের সেরা অস্ত্রকে ব্যবহার করতে চাইবেন, তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু মেসিকে দ্রুত মাঠে ফেরাতে ঝুঁকি নিতে বার্সা কর্তাদের নিষেধ করছেন রিভাল্ডো। প্রাক্তন ব্রাজিল এবং বার্সা তারকা বলেছেন, ‘‘মেসি কিন্তু এখনও সম্পূর্ণ চোটমুক্ত হতে পারেনি। নিজের ছন্দও ফিরে পায়নি।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘দলের স্বার্থে চোট উপেক্ষা করেও মেসি ৯০ মিনিট মাঠে ছিল, সেটা দেখে খুব আনন্দ হয়েছে। তবে ও এখনও একশো শতাংশ ফিট হতে পারেনি। ওকে নিয়ে ক্লাবকে অনেক সতর্ক হতে হবে।’’

Advertisement

গোল পেলেন অ্যাজ়ার: শনিবার লা লিগায় গ্রানাদাকে ৪-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। নতুন ক্লাবের হয়ে প্রথম গোল পেলেন এডেন অ্যাজ়ার। বাকি তিন গোলদাতা বেঞ্জেমা, মদ্রিচ, হামেস রদরিগেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন