আমির নিয়ে এত কথা কেন, বুমরাহকে নিয়ে বলুন

ভারত-পাকিস্তান ম্যাচের এখনও বাকি ১১ দিন। তার আগে দুই দেশকেই খেলতে হবে একটি করে ম্যাচ। কিন্তু সেই সব নিয়ে ভাবার সময় কোথায়। ১৯ মার্চ ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচের আঁচ পাওয়া গেল মঙ্গলবার কলকাতায় বসে। বিশেষ করে মহম্মদ আমির প্রসঙ্গে তেলে বেগুলে জ্বলে উঠলেন রোহিত শর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১৮:৪৫
Share:

ভারত-পাকিস্তান ম্যাচের এখনও বাকি ১১ দিন। তার আগে দুই দেশকেই খেলতে হবে একটি করে ম্যাচ। কিন্তু সেই সব নিয়ে ভাবার সময় কোথায়। ১৯ মার্চ ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচের আঁচ পাওয়া গেল মঙ্গলবার কলকাতায় বসে। বিশেষ করে মহম্মদ আমির প্রসঙ্গে তেলে বেগুলে জ্বলে উঠলেন রোহিত শর্মা। আমিরকে নিয়ে এত আলোচনা কেন? পাল্টা প্রশ্ন করে বসলেন তিনি। ‘‘আমিরকে নিয়ে এত কথা বলার কী আছে? ও সবে এসেছে। এক বছর খেলতে দিন। তার পর ওকে নিয়ে ভাবব।’’ মহম্মদ আমিরের নামেই কেন এত রাগ রোহিতের, তা অবশ্য বোঝা গেল না। নির্বাসন কাটিয়ে ফিরে আসাটাই কি মানতে পারেননি? হয়তো বা অন্য কারণ। কিন্তু আমির প্রসঙ্গ উঠতে টেনে আনলেন বুমরাহর কথাও। কেন আমির, কেন বুমরাহ নয়, ‘‘বুমরাহকে নিয়ে তো কোনও প্রশ্ন করছেন না। আমিরকে তো আক্রমের পাশে বসিয়ে দিয়েছে সবাই। যেটার কোনও মানে হয় না।’’

Advertisement

যখন আমিরের নাম শুনলেই এভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন ভারতের সেরা এই ব্যাটসম্যান তখন কিছুদিন আগেই এই আমিরের মুগ্ধতা শোনা গিয়েছিল বিরাট কোহলির কথায়। তিনি তো আমিরের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করাটাকেই ভাগ্যের বলেছিলেন। আমির নিয়ে যতই দুই মেরুতে থাক দেশের দুই সেরা ব্যাটসম্যান পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একাট্টা সকলেই। যার ফল টি২০ বিশ্বকাপ শুরুর আগেই যেন মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গেল চির শত্রুদের বিরুদ্ধে। এদিন, টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে ওপেন সেশনে তাই ঘুরে ফিরে এল পাকিস্তান থেকে আমির প্রসঙ্গ। সদ্য এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার মিশন টি২০। রোহিতের কি তাহলে মিশন আমির?

আরও খবর

Advertisement

টি২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ শুরু করছে ভারত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement