‘ট্রেনিংয়ে নেমে পড়লাম।’ নিজের ছবি পোস্ট করে টুইট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বেশ ফুরফুরে আছেন। কখনও সুইমিং পুলে নেমে ‘মাইকেল ফেল্পস’ হয়ে ওঠার চেষ্টা করছেন। কখনও আবার রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে প্রশংসায় ডুবিয়ে দিচ্ছেন। আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্র্যাকটিসে ফিরতে চলেছেন শেষ পর্যন্ত। সব কিছু ঠিকঠাক চললে, আগামী সপ্তাহে লা লিগা ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে নেমে পড়ার কথা তাঁর।
ইউরো ফাইনালে যে চোট পেয়েছিলেন, তা বেশ ভুগিয়েছে রোনাল্ডোকে। সোমবারই তিনি বল সহ প্রথম প্র্যাকটিসে নামেন। এবং এতটাই ফুরফুরে মেজাজে যে নাটকীয় ব্যাপারস্যাপার ক্রমাগত করে চলেছেন। নিজের জিম সেশন, প্র্যাকটিসের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লিখে ফেলছেন, ‘সুন’। অর্থাৎ, আরও আসছে। আবার কখনও সুইমিং পুলে নেমে ফেল্পস হয়ে ওঠার চেষ্টা করছেন। যদিও শেষ পর্যন্ত দেখা গিয়েছে, ফুটবলটা যত ভাল খেলেন, সাঁতারটা তাঁর ততটাই খারাপ। ফেল্পস দূরের কথা, কিছুক্ষণ পরেই নাকি রোনাল্ডোর দম শেষ হয়ে গিয়েছিল!
জিদান— ঘুরেফিরে তিনিও ঢুকে পড়ছেন রোনাল্ডোর মগজে। সিআর সেভেন মনে করেন, এ বার রিয়ালের সবচেয়ে বড় ভরসা হলেন জিদান। জিদানই আসল লোক রিয়ালকে সাফল্য দেওয়ার ব্যাপারে। ‘‘আমার কাছে তো তাই। জিদান আসার পর আমাদের খাটিয়েছে, যা যা করা দরকার সেটাই করিয়েছে। অসম্ভব পেশাদার। কিন্তু একই সঙ্গে খুব ভাল মানুষও,’’ বলে দিচ্ছেন রোনাল্ডো। সঙ্গে যোগ করেন, ‘‘আমার মনে হয় জিদানের সবচেয়ে বড় গুণ হল প্লেয়ারদের শান্ত রাখতে পারা। ও সেটা প্লেয়ারদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। দায়িত্ব পাওয়ার ছ’মাসের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এমন একটাও কোচ দেখান তো?’’
সিআর সেভেন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এমন কোচের সঙ্গে কাজ করতে পেরে তিনি অসম্ভব খুশি। ‘‘জিদানকে ওর প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে,’’ বলে দিয়েছেন রোনাল্ডো। পাশাপাশি এটাও শুনিয়ে দিয়েছেন এ বার তাঁর লক্ষ্য কী হবে। ‘‘আমি বিশ্বের সেরা ক্লাবে খেলি। আর রিয়াল মাদ্রিদে খেলা মানে আপনি ট্রফি জেতার জন্য খেলতে নামছেন।’’ আর ট্রফির মূল্য বিচারে চ্যাম্পিয়ন্স লিগ যে তাঁর ও ক্লাবের কাছে এক নম্বর লক্ষ্য, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। রোনাল্ডোর কথায়, ‘‘রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগ সবচেয়ে দামি। এত বার চ্যাম্পিয়ন্স লিগ কেউ জেতেওনি। আমার কাছে, রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগ বরাবরই আলাদা। বরাবর স্পেশ্যাল। আমরা চেষ্টা করব এ বছর আবার সেটা জিততে।’’