Football

কে বলল তেত্রিশ? রোনাল্ডোর বয়স আসলে বিশ!

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর ডাক্তারি পরীক্ষা হয়েছে সিআর সেভেনের। আর সেই পরীক্ষার রিপোর্টই চমকে দিয়েছে ফুটবলমহলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ১২:৫১
Share:

জুভেন্তাসে ডাক্তারি পরীক্ষার সময় রোনাল্ডো। ছবি টুইটারের সৌজন্যে।

অবাক করার মতোই! তিরিশ পেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন বয়স ৩৩। কিন্তু, বয়সকে হার মানাচ্ছেন তিনি। প্রতিদিন বরং যেন বয়স কমছে তাঁর। জুভেন্তাসের মেডিকেল রিপোর্ট তো সেই ইঙ্গিতই দিচ্ছে।

Advertisement

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর ডাক্তারি পরীক্ষা হয়েছে সিআর সেভেনের। এর আগে রোনাল্ডো স্বয়ং দাবি করেছিলেন যে তাঁর ‘বায়োলজিক্যাল’ বয়স ২৩ বছর। কিন্তু মেডিকেল টেস্টের রিপোর্ট অন্য কথা বলছে। তাতে দেখা যাচ্ছে রোনাল্ডো আরও বেশি ফিট। পর্তুগালের অধিনায়কের শরীর নাকি ২০ বছর বয়সির মতো! যাতে স্তম্ভিত হয়ে পড়েছে ফুটবলদুনিয়া!

মেডিকেল রিপোর্ট দেখিয়েছে যে সাত নম্বর জার্সিধারীর শরীরে ‘বডি ফ্যাট’ রয়েছে সাত শতাংশ। যা গড়পড়তা পোশাদার ফুটবলারের তুলনায় তিন শতাংশ কম। তাঁর ‘মাসল ম্যাস’ ৫০ শতাংশ। যা গড়পড়তা ফুটবলারের তুলনায় চার শতাংশ বেশি। সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপে ঘণ্টায় ৩৩.৯৮ কিমি গতিতে দৌড়েছেন তিনি। যা এ বারের বিশ্বকাপে কোনও ফুটবলারের সর্বাধিক গতি। রোনাল্ডোর বয়সে এই গতি রীতিমতো বিস্ময়কর।

Advertisement

স্বয়ং রোনাল্ডো গত ১৬ জুলাই জুভেন্তাসে যোগ দিয়ে নিজের ফিটনেসের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, তাঁর মতো বয়সে ফুটবলাররা সাধারণত চিনে খেলতে যান। নিজেকে ৩২, ৩৩ বা ৩৪ বছর বয়সি বাকি ফুটবলারদের থেকে আলাদা মনে করেন বলেই ইতালিতে খেলতে আসার চ্যালেঞ্জ তিনি নিয়েছেন বলে জানিয়েছেন। আরও অন্তত বছর চারেক সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো ফিটনেস তাঁর রয়েছে বলেও দাবি করেছিলেন রোনাল্ডো। জুভেন্তাসের মেডিকেল রিপোর্ট দেখাল রোনাল্ডোর দাবি ভিত্তিহীন নয়!

রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচ খেলেছিলেন রোনাল্ডো। করেছিলেন ৪৫১ গোল। সেই পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি করতে চাইছেন রোনাল্ডো। সিরি আ-তে তাই নতুন চ্যালেঞ্জের সামনে তিনি।

আরও পড়ুন: ওজ়িল আচমকা অবসর নেওয়ায় বিস্মিত কোচ লো

আরও পড়ুন: রোনাল্ডোকে তাড়া করে মেসিও কি ইতালির পথে?​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন