ইস্টবেঙ্গলে রওলিন

গুয়াহাটিতে আটলেটিকোর জয়ের দিনেই নর্থইস্ট ইউনাইটেড থেকে তাদের ডিফেন্সিভ মিডিও রওলিন বর্জেসকে তুলে নিল ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে খবর, শুক্রবারই রওলিনের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে লাল-হলুদ রিক্রুটারদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০৩:৪১
Share:

গুয়াহাটিতে আটলেটিকোর জয়ের দিনেই নর্থইস্ট ইউনাইটেড থেকে তাদের ডিফেন্সিভ মিডিও রওলিন বর্জেসকে তুলে নিল ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে খবর, শুক্রবারই রওলিনের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে লাল-হলুদ রিক্রুটারদের। আসন্ন আই লিগে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে দেখা যাবে গত মরসুমে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার হয়ে আই লিগ খেলা এই ফুটবলারটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement