Sreesanth

Sreesanth: মাত্র ১০ লক্ষ টাকার জন্য এই কাজ করব না, সেই ম্যাচ গড়াপেটা নিয়ে মুখ খুললেন শ্রীসন্থ

রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি। এত বছর পর সেই বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখলেন শ্রীসন্থ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ২০:০৪
Share:

—ফাইল চিত্র

২০১৩ সালের আইপিএল ম্যাচ গড়াপেটায় নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। সেই সময় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন তিনি। এত বছর পর সেই বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখলেন শ্রীসন্থ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীসন্থ বলেন, “প্রথম কোনও সাক্ষাৎকারে আমি ওই ঘটনার কথা বলছি। একটা ওভারে ১৪-র বেশি রান হওয়ার কথা ছিল। চার বলে পাঁচ রান দিয়েছিলাম। আইপিএল-এ কোনও নো বল, ওয়াইড বল, স্লোয়ার বল করিনি। পায়ে ১২টি অস্ত্রোপচার হওয়ার পরে ১৩০ কিমি প্রতি ঘণ্টায় বল করেছি।”

Advertisement

চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন শ্রীসন্থ। তিনি বলেন, “ইরানি কাপ খেলেছিলাম। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার চেষ্টা করছিলাম। এমন অবস্থায় কেন এমন করব? তাও মাত্র ১০ লক্ষ টাকার জন্য। টাকা লেনদেনের সময় কার্ড ব্যবহার করতাম। আমার কাছে যদি এত নগদ থাকত তা হলে সেটাই ব্যবহার করতাম।”

বহু মানুষকে সাহায্য করেছেন শ্রীসন্থ। সেটার কথাও বলেছেন তিনি। শ্রীসন্থ বলেন, “অনেক মানুষকে সাহায্য করেছি। তাদের আশীর্বাদ আমাকে সাহায্য করেছে।” এই বছর ফের ক্রিকেটে ফেরেন শ্রীসন্থ। কেরলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। চারটি উইকেটও নেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন