Saaf championship

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল বাংলাদেশে সেপ্টেম্বরে হতে পারে

প্রথমে পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। পরে তা বাংলাদেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২২:২৬
Share:

প্রতীকী ছবি।

করোনা আবহে কিছুটা আশার আলো এশিয়ার ফুটবলে। সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য দিন স্থির হল। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে এই প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রথমে পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। পরে তা বাংলাদেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে বাংলাদেশে ২০০৩, ২০০৯ এবং ২০১৮ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। গত সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য গত জুনে ঠিক হয় প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হবে। এখনও সরকারীভাবে নতুন দিন ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হবে।

সব ম্যাচ হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের এই প্রতিযোগিতায় খেলার কথা। ভারত এই প্রতিযোগিতায় সবথেকে সফল দেশ। তারা মোট ৭বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে গতবার ফাইনালে মালদ্বীপের কাছে হেরে রানার্স হয় ভারত।

Advertisement

আরও পড়ুন: দলে ফের একাধিক পরিবর্তন? দেখে নিন তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

আরও পড়ুন: হকির ধর্না মঞ্চে পাল্টা সংস্থা গঠনের হুমকি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন