‘ফিট ইন্ডিয়া সাইক্লিং’-এর সূচনা। রবিবার কলকাতার সাই কমপ্লেক্সে। ছবি: সংগৃহীত।
‘জাতীয় ক্রীড়া দিবস’ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছিল কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)। রবিবার সল্টলেকের সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সাইক্লিং’ ও স্পোর্টস কনক্লেভ। অংশ নিলেন ৩০০-র বেশি মানুষ।
জাতীয় ক্রীড়া দিবস উদ্যাপনের শেষ দিন এই বন্দোবস্ত করেছিল সাই। ‘কোল ইন্ডিয়া লিমিটেড’-এর সঙ্গে যৌথ ভাবে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। রবিবার সকাল ৬.৩০ মিনিটে শুরু হয় সাইক্লিং। পতাকা নেড়ে তার সূচনা করেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পিএম প্রসাদ। ছিলেন সাইয়ের পূর্বাঞ্চলের ডিরেক্টর অমর জ্যোতি শ্রী প্রসাদ। তাঁরাও বাকিদের সঙ্গে সাইকেল চালান।
৩০০-র বেশি মানুষ এই উদ্যোগে শামিল হন। গোটা সল্টলেককে দেখে সাইকেলের ট্র্যাক মনে হচ্ছিল। সাইকেল না চালালেও অনেক মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে এই উদ্যোগকে স্বাগত জানান।
পরে বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্পোর্টস কনক্লেভ হয়। সেখানে সদ্য আইনে পরিণত হওয়া জাতীয় ক্রীড়া বিল নিয়ে আলোচনা হয়। ২০৩৬ সালের অলিম্পিক্সের আগে ভারতের খেলাধুলোর অগ্রগতির পথ নিয়েও আলোচনা হয় সেখানে। তাতে অংশ নিয়েছিলেন প্রচুর মানুষ। মানুষের জীবনে খেলাধুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয় সেখানে।