ফিফা কেলেঙ্কারি

নেপথ্যের নায়ককে পুলিৎজার দেওয়ার দাবি রুশদির

সুইস পুলিশের জুরিখের বিলাসবহুল হোটেলে তল্লাশি, গ্রেফতার ফিফার শীর্ষকর্তারা। অভিযোগ ১৫০ মিলিয়ন ডলার কেলেঙ্কারির। ব্লাটারের পদত্যাগ।গোটা বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এই সব ঘটনার নেপথ্যে রয়েছেন ৭১ বছরের এক সাংবাদিক। অ্যান্ড্রু জেনিংস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০৩:৪৫
Share:

সাংবাদিক অ্যান্ড্রু জেনিংস।

সুইস পুলিশের জুরিখের বিলাসবহুল হোটেলে তল্লাশি, গ্রেফতার ফিফার শীর্ষকর্তারা। অভিযোগ ১৫০ মিলিয়ন ডলার কেলেঙ্কারির। ব্লাটারের পদত্যাগ।
গোটা বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এই সব ঘটনার নেপথ্যে রয়েছেন ৭১ বছরের এক সাংবাদিক। অ্যান্ড্রু জেনিংস। যে স্কটিশ সাংবাদিককে বিশ্ব সাংবাদিকতার সবচেয়ে বড় পুরস্কার দেওয়ার দাবি তুললেন বিশ্বখ্যাত সাহিত্যিক সলমন রুশদি। রুশদি টুইট করেছেন, অন্তত পুলিৎজারটা যেন এঁকে দেওয়া হয়। ২০০৬ আর গত বছর তাঁর ফিফার দুর্নীতি নিয়ে লেখা দুটো বই-ই তো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার বিরুদ্ধে তদন্তে গতি এনেছিল।
অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে বিশেষজ্ঞ ৭১ বছরের জেনিংসের গত দেড় দশকে ধ্যান-জ্ঞান ফিফা। অন্য সাংবাদিকরা যখন স্কোরলাইন, ফুটবলারদের নিয়ে ব্যাস্ত অ্যান্ড্রু খোঁজ চালিয়ে গিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাকে কলঙ্কমুক্ত করার।
শুধু বই নয়, চমকটা মঙ্গলবারও ছিল। অ্যান্ড্রু একটি সংবাদপত্রে সাক্ষাৎকারে ফিফার প্রেসিডেন্টকে ‘জীবন্ত লাশ’ বলার ক’য়েক ঘণ্টার মধ্যেই সেপ ব্লাটার পদত্যাগ করার ঘোষণা করে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন