ছবি ফেসবুকের সৌজন্যে।
নতুন চেক পার্টনার বারবোরা স্ট্রাইকোভার সঙ্গে দ্বিতীয় খেতাব জিতে নিলেন সানিয়া মির্জা। টোকিওয় প্যান প্যাসিফিক ওপেনের ফাইনাল তাঁরা জিতলেন। হারালেন চিনা প্রতিপক্ষ চেন লিয়াং এবং ঝাওঝুয়ান ইয়াংকে, স্ট্রেট সেটে। সানিয়ার ৪০তম ডাবলস খেতাব এল প্রতিপক্ষকে ৬-১, ৬-১ হারিয়ে। এর আগে এই জুটি গত মাসে জেতে সিনসিনাটি ওপেন, যেখানে সানিয়া হারান তাঁর প্রাক্তন পার্টনার মার্টিনা হিঙ্গিসকে।