Sania Mirza

শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আরও কঠিন হয়েছে জীবন, পাশে পেয়েছেন একজনকেই, জানালেন সানিয়া

ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে প্রায় দু’বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে সানিয়া মির্জ়‌ার। সেই ঘটনার পর থেকে তাঁর জীবন আরও কঠিন হয়ে গিয়েছে। এক আলাপচারিতায় এ কথা জানিয়েছেন সানিয়া নিজেই। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৪:০১
Share:

শোয়েবের (বাঁ দিকে) সঙ্গে সানিয়া। মাঝে পুত্র ইজ়‌হান। — ফাইল চিত্র।

ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে প্রায় দু’বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে সানিয়া মির্জ়‌ার। সেই ঘটনার পর থেকে তাঁর জীবন আরও কঠিন হয়ে গিয়েছে। এক আলাপচারিতায় এ কথা জানিয়েছেন সানিয়া নিজেই। তাঁর দাবি, কঠিন সময়ে মাত্র একজনকেই পাশে পেয়েছিলেন। তিনি ফরাহ খান।

Advertisement

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ‘সার্ভিস ইট আপ উইথ সানিয়া’ নামে একটি অনুষ্ঠান চালু করেছেন সানিয়া। সেখানে বলিউডের কোরিয়োগ্রাফার ফরাহকেই প্রথম অতিথি হিসাবে নিয়ে এসেছিলেন তিনি। তাঁদের কথাবার্তায় বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে।

পুরনো একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করে সানিয়া বলেছেন, “ক্যামেরার সামনে বলতে চাই না। কিন্তু আমার জীবনেও কঠিন মুহূর্ত এসেছে। তুমি একবার সেটে চলে এসেছিলে এবং তখনই আমায় একটা লাইভ শোয়ে যেতে হত। আমি যখন ভেঙে পড়ছিলাম তখন তুমি না এলে কী হত জানি না। তুমি পাশে না থাকলে ওই অনুষ্ঠানটা করাই হত না আমার। তুমি আমাকে বলেছিলে, ‘যা-ই হোক না কেন, অনুষ্ঠানটা তুমি করছ।’”

Advertisement

সেই কথা মনে পড়ে যায় ফরাহেরও। তিনি বলেন, “আমি সে দিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সে দিন আমার শুট করতেই হত। আমি সব ছেড়ে পায়জামা আর চটি পরে এখানে চলে এসেছিলাম।”

সানিয়া যে ভাবে একার হাতে সন্তানকে মানুষ করছেন তারও প্রশংসা করেছেন ফরাহ। বলেছেন, “তুমি কাজ করছ, ছেলেকে বড় করছ এবং সময় দিচ্ছ। পুরোটাই করছ একার হাতে। দ্বিগুণ কাজ করতে হচ্ছে তোমাকে আর সুন্দর ভাবে সেটাকে সামলেও নিচ্ছ।”

উল্লেখ্য, ২০১০-এর এপ্রিলে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়। ইজ়হান নামে তাঁদের একটি ছেলেও রয়েছে। ২০২৪-এর জানুয়ারিতে সমাজমাধ্যমে দু’জনে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পরেই শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement