Cricket

‘আইপিএলে চেন্নাইয়ের থেকে এগিয়ে মুম্বই’

গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের হার ভাল। সিএসকে-কে ছাপিয়ে গিয়েছে মুম্বই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৪:৫০
Share:

রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ছাপিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসকে। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ আইপিএল-এর ইতিহাসে শ্রেষ্ঠ দল বলে থাকেন। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স সামান্য হলেও এগিয়ে রয়েছে সিএসকে-র থেকে।

Advertisement

চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে সিএসকে তিন বার খেতাব জিতেছে। মঞ্জরেকর বলছেন, ‘’১২ বছর ধরে আইপিএল চলছে। যদি জয়ের হার বিচার করা হয়, তা হলে গোড়ার দিকে এগিয়েছিল সিএসকে। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে খেতাব জিতে নিয়েছে।’’

গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের হার ভাল। তবে সিএসকে মাঝে নির্বাসিত হয়েছিল। নির্বাসন কাটিয়ে ফেরার পরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। গত বার ফাইনালেও পৌঁছয় সিএসকে। ফাইনালে চেন্নাইকে হারিয়ে চতুর্থ বার খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

আরও পড়ুন: চেয়ার দিয়ে নেট বানিয়ে উঠোনে টেনিস নাদালের

মঞ্জরেকর বলছেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্স চার বার জিতেছে। সেখানে সিএসকে তিন বার। তবে আইপিএল কম খেলেছে চেন্নাই। গত কয়েক বছরে মুম্বই ইন্ডিয়ান্স টেক্কা দিয়েছে সিএসকে-কে। চেন্নাইয়ের থেকেও ভাল মনে হয়েছে মুম্বইকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement