আজ হংকং যাচ্ছে বাগান

শাস্তি কমানোর আবেদন সঞ্জয়ের

শাস্তির খাঁড়া মাথার উপর। নিজে অসুস্থ। সঙ্গে মাঝেমধ্যেই ফোকাস বদল। কখনও আই লিগ থেকে এ এফ সি কাপ। কখনও হচ্ছে উল্টোটা। মঙ্গলবার এ এফ সি কাপে মোহনবাগানের সামনে আবার হাজির হংকংয়ের ক্লাব সাউথ চায়না অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। যাদের পিছনে রয়েছে সবুজ-মেরুনের মতোই ঐতিহ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০৩:৩২
Share:

মোহনবাগান মাঠে সঞ্জয়। শনিবার। - উত্পল সরকার

শাস্তির খাঁড়া মাথার উপর। নিজে অসুস্থ। সঙ্গে মাঝেমধ্যেই ফোকাস বদল। কখনও আই লিগ থেকে এ এফ সি কাপ। কখনও হচ্ছে উল্টোটা। মঙ্গলবার এ এফ সি কাপে মোহনবাগানের সামনে আবার হাজির হংকংয়ের ক্লাব সাউথ চায়না অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। যাদের পিছনে রয়েছে সবুজ-মেরুনের মতোই ঐতিহ্য।

Advertisement

এই রকম পরিস্থিতির মধ্যেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। সকালে অনুশীলন করানোর পর দুপুরে ফেডারেশনের অ্যাপিল কমিটির কাছে আবেদন পাঠালেন শাস্তি কমানোর। আর রাতে বললেন, ‘‘এ এফ সি কাপে যে টিমটার সঙ্গে খেলতে যাচ্ছি তাদের সম্পর্কে কিছুই জানি না। ইউটিউবে ওদের কিছু খেলা দেখেছি। শুনছি টিমে ব্রাজিলিয়ান, ক্যামেরুনের কয়েক জন ফুটবলার আছে। যে-ই থাক জেতার লক্ষ্য নিয়েই যাচ্ছি। আই লিগের মতো এ এফ সি-তেও ভাল ফল করা লক্ষ্য আমাদের। সেই চেষ্টা করতেই হবে।’’

ফেডারেশন তাদের কোচকে পুরো আই লিগ থেকেই নির্বাসনে পাঠিয়েছে। এতে প্রচন্ড ক্ষুব্ধ সনি নর্ডি, লুসিয়ানো, শিল্টনরা। নানা ভাবে বুঝিয়ে-সুঝিয়ে তাদের ম্যাচের দিকে ঘোরাতে চাইছেন বাগান কোচ। তাঁর নির্বাসনের প্রভাব যাতে টিমের উপর না পরে, সে জন্য শনিবার সকালের অনুশীলনে এ সব নিয়ে কথাই বলেননি সঞ্জয়। বললেন, ‘‘শুনছি হংকংয়ের টিমটা মলদ্বীপের চেয়ে একটু ভাল। আবহাওয়াও এখানকার মতো। ফলে ভাল খেলার মতো মঞ্চ পাওয়া যাবে মনে হচ্ছে।’’ আজ রবিবার সকালে জিম করে গভীর রাতে হংকং উড়ে যাচ্ছেন সনি-কাতসুমিরা। সোমবার অনুশীলন করে মঙ্গলবার খেলবেন ম্যাচ। দলের দুই ডিফেন্ডার ধনচন্দ্র এবং রাজু গায়েকওয়াড় বাদ পড়েছেন হংকংয়ের দল থেকে। পরপর দু’টো ম্যাচেই ডুবিয়েছেন বলেই তাঁদের জায়গায় শৌভিক ঘোষ এবং অভিষেক দাশকে নেওয়া হয়েছে। টিমে ফিরেছেন প্রীতম কোটালও। বাগান কোচ বললেন, ‘‘টানা ম্যাচ। ফলে বিশ্রাম দিয়ে দিয়ে খেলাতে হবে সবাইকে। সে জন্যই দু’জনকে বাদ দেওয়া হয়েছে।’’ হংকং থেকে ফিরেই ১৩ মার্চ আবার বারাসতে মুম্বই এফ সি-র বিরুদ্ধে আই লিগে খেলতে হবে সঞ্জয়ের টিমকে। বাগানের সুবিধা খালিদ জামিলের টিমের বিরুদ্ধে খেলতে নামার আগে খেতাবের দৌড়ে থাকা বেঙ্গালুরু এবং ইস্টবেঙ্গলের তিনটি খেলা হয়ে যাবে। ফলে লিগ টেবলের পরিস্থিতি দেখে মাঠে নামতে পারবেন সনিরা।

Advertisement

এ দিকে, শাস্তি কমাতে ফেডারেশনের আ্যাপিল কমিটির কাছে ক্লাবের মাধ্যমে চিঠি পাঠালেন সঞ্জয় সেন। সেখানে তিনি পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি লিখেছেন, ‘‘ফুটবলারদের কথা ভেবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে ফেলেছিলেন ফেডারেশনের বিরুদ্ধে। এটা বলা ঠিক হয়নি। আমার শাস্তি মুকুব করা হোক।’’ অ্যাপিল কমিটির সভা কবে বসবে তা অবশ্য এখনও ঠিক হয়নি। তবে ডার্বিতে যাতে বাগান কোচ রিজার্ভ বেঞ্চে বসতে পারেন সেই চেষ্টা শুরু চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন