খেতাব সৌরভের

মালয়েশিয়ার ড্যারেন লিউকে হারিয়ে পঞ্চান্ন হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্যের চিনা তাইপে ওপেন গ্রাঁ প্রি জিতলেন ভারতের সৌরভ বর্মা। ফাইনালে সৌরভ প্রথম দুই গেম ১২-১০, ১২-১০ জেতার পর তৃতীয় গেমে ৩-৩ অবস্থায় কাঁধের চোটের কারণে লিউ ম্যাচ ছেড়ে দেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০৩:৫৯
Share:

মালয়েশিয়ার ড্যারেন লিউকে হারিয়ে পঞ্চান্ন হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্যের চিনা তাইপে ওপেন গ্রাঁ প্রি জিতলেন ভারতের সৌরভ বর্মা। ফাইনালে সৌরভ প্রথম দুই গেম ১২-১০, ১২-১০ জেতার পর তৃতীয় গেমে ৩-৩ অবস্থায় কাঁধের চোটের কারণে লিউ ম্যাচ ছেড়ে দেন। মধ্যপ্রদেশের তেইশ বছরের ব্যাডমিন্টন খেলোয়াড় নিজেও অবশ্য গত বছরের প্রায় গোটাটাই কোর্টের বাইরে কাটিয়েছিলেন কনুই ও হাঁটুর চোট নিয়ে। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার পর থেকে সৌরভ গত কয়েকটা টুর্নামেন্টে ভাল ফর্মে ছিলেন। বেলজিয়াম ও পোল্যান্ড চ্যালেঞ্জারে রানার্স হন। সৌরভ বলেছেন, ‘‘বেলজিয়াম আর পোল্যান্ডে খেতাবের কাছে গিয়েও পারিনি। তাই এখানে জেতার প্রতিজ্ঞা নিয়ে নেমেছিলাম। তাই খেতাবটা জিতে আমি দারুণ খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement