Serena Williams

অবসর ভেঙে আবার কোর্টে ফিরবেন সেরিনা? বোনকে সমানে বোঝাচ্ছেন দিদি ভিনাস

সেরিনা জানিয়েছেন, টেনিস ছেড়ে থাকতে পারবেন না। কিন্তু কী ভাবে জড়িত থাকবেন, তা জানেন না। দিদি ভিনাস তাঁকে উৎসাহিত করছেন অবসর ভেঙে ফিরে আসার জন্য। সেরিনাও মানছেন, বয়স এখনও ৪১ হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২০:৫১
Share:

দিদি ভেনাস মানতে পারছেন না বোন সেরিনার এত তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত। ছবি: টুইটার।

আবার টেনিসে ফিরবেন সেরিনা উইলিয়ামস? কয়েক দিন আগেই ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে হারের পর পূর্ব ঘোষণা মতো অবসর নিয়েছেন সেরিনা। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত পরিবর্তন করবেন তিনি? সেরিনাকে কোর্টে ফেরানোর চেষ্টা করছেন দিদি ভিনাস উইলিয়ামস।

Advertisement

সম্প্রতি আমেরিকার ন্যশনাল ফুটবল লিগের খেলোয়াড় টম ব্র্যাডির কথা বলেছেন সেরিনা। নেটমাধ্যমে ব্র্যাডির ছবিতে লাইকও করেছেন। তা হলে কি অবসর ভেঙে টেনিসে ফিরতে চান সেরিনা? ব্র্যাডির বয়স এখন ৪৫। এই বয়সেও তরুণ খেলোয়াড়দের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছেন তিনি। যা দেখে অনুপ্রাণিত ২৩টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালকিন।

এক সাক্ষাৎকারে সেরিনাকে টেনিসে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বলেছেন, ‘‘কেউ বলতে পারে না। এ টুকু বলতে পারি ব্র্যাডি একটা দারুণ উদাহরণ তৈরি করেছেন।’’ আগামী ২৬ সেপ্টেম্বর ৪১ বছর পূর্ণ করবেন সেরিনা। অন্য দিকে, ভিনাস বোনকে কোর্টে ফেরার জন্য সমানে বোঝাচ্ছেন। এ নিয়ে সেরিনা বলেছেন, ‘‘ভিনাস এখনও আমাকে রাজি করাতে পারেনি। আমাকে তাতানোর খুবই চেষ্টা করছে। আমি সিদ্ধান্ত পরিবর্তন করিনি। এখনও পর্যন্ত দিদিকে উত্তরে না-ই বলেছি।’’

Advertisement

টেনিস নিয়ে আবেগ অবশ্য একটুও কমেনি সেরিনার। বলেছেন, ‘‘আমার মতে টেনিস আমাকে অনেক দিয়েছে। যদিও আগামী দিনে আর টেনিসের সঙ্গে জড়িত থাকতে পারব বলে মনে হচ্ছে না। তেমন সম্ভাবনা দেখছি না। জানি না পারলেও কতটা এবং কী ভাবে যুক্ত থাকতে পারব। যদিও টেনিসকে আমি খুবই ভালবাসি। টেনিসের সব কিছুই ভালবাসি আমি। টেনিস আমার জীবনকে আলোকিত করেছে। আমাকে প্রশ্ন করা হলে অবশ্যই বলব, যে কোনও ভাবে টেনিসের সঙ্গে যুক্ত থাকতে চাই।’’

ভবিষ্যতে টেনিসের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা অবশ্য একদম উড়িয়ে দেননি সেরিনা। তিনি বলেছেন, ‘‘সব সম্ভাবনা শেষ এমন বলছি না। যা পেয়েছি, তার থেকে বেশি কিছু আমার চাওয়ার ছিল না। টেনিসজীবনের মুহূর্তগুলো কখনও ভুলব না। দুর্দান্ত কিছু অভিজ্ঞতা রয়েছে আমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন