ভুল করে ছবি ফাঁস সেরিনার

যে খবর নিয়ে গোটা দুনিয়া, বিশেষ করে টেনিস মহলে হইচই পড়ে গিয়েছে, সেই খবর নাকি আচমকা ফাঁস হয়ে গিয়েছিল। সেরিনা উইলিয়ামস নাকি জানাতে চাননি, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৪:০০
Share:

ফাইল চিত্র।

যে খবর নিয়ে গোটা দুনিয়া, বিশেষ করে টেনিস মহলে হইচই পড়ে গিয়েছে, সেই খবর নাকি আচমকা ফাঁস হয়ে গিয়েছিল। সেরিনা উইলিয়ামস নাকি জানাতে চাননি, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

সেরিনা বুধবার বলেছেন, ‘‘আমি ছুটি কাটানোর ফাঁকে নিজের ছবি তুলে রাখছিলাম প্রতি সপ্তাহে। সে দিন ছবিটা তোলার পরে ২০ সপ্তাহ ক্যাপশন লিখে সেভ করতে যাই। কিন্তু ভুল বাটনে হাত পড়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলে যায়। সাধারণত আমার মোবাইলে বেশি ফোন আসে না। কিন্তু সে দিন আধ ঘণ্টার মধ্যে চারটে মিস্‌ড কল চলে আসে। এর পরই জানতে পারি কী কাণ্ড ঘটিয়ে ফেলেছি।’’ তবে এই নিয়ে সেরিনা বেশি চিন্তিত ছিলেন না বলেই জানিয়েছেন তিনি। ‘‘আমি নিজেই খবরটা কয়েক দিনের মধ্যে সবাইকে জানাতাম,’’ বলেছেন টেনিসের সম্রাজ্ঞী।

Advertisement

তবে সেরিনা এটা স্বীকার করেছেন, অস্ট্রেলীয় ওপেনের সপ্তাহ দু’য়েক আগে তিনি যখন জানতে পেরেছিলেন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, তখন নার্ভাস হয়ে গিয়েছিলেন। ‘‘আমি নিশ্চিত ছিলাম না, পারব কি না। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথম ১২ সপ্তাহ খুব সতর্ক থাকতে হয়। তাই অনেক প্রশ্ন ছিল মনে।’’

তবে সন্তান জন্মানোর পরে আবার টেনিসে ফিরতে চান মার্কিন টেনিস তারকা। আর কী চান তিনি? ‘‘চাই, আমি কোর্টে খেলব আর আমার বাচ্চা স্ট্যান্ডে থাকবে। আশা করব, আমাকে ও খুব উৎসাহ দেবে আর বিশেষ কান্নাকাটি করবে না,’’ বলেছেন সেরিনা উইলিয়ামস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement