Cristiano Ronaldo

রোনাল্ডোর দুই গোল, ক্রোটনের বিরুদ্ধে ০-৩ গোলে হারাল জুভেন্তাস

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৮
Share:

ছবি টুইটার

সিরি আর লিগ টেবিলের একদম শেষে থাকা ক্রোটনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল জুভেন্তাস। দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি গোল ওয়েস্টন ম্যাকিনির।

Advertisement

৩৮ মিনিটে আলেক্স স্যান্ড্রোর ক্রস থেকে গোল করেন রোনাল্ডো। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবারও ব্যবধান বাড়ান পর্তুগিজ তারকা ফুটবলার। ইতালিয়ান লিগে ১৮ টি গোল করে সর্বোচ্চ গোল দাতার তালিকায় সবার ওপরে আছেন সিআর সেভেন। ক্রোটনের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ম্যাকিনি। ৬৬ মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বল ডে লিট হেড করে নামিয়ে দিলে জোড়াল শটে গোল করেন ম্যাকিনি।

এই ম্যাচে হ্যাটট্রিক পেতেই পারতেন রোনাল্ডো। অনেক সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্রোটনের ফুটবলাররা। এই জয়ের ফলে সিরি আ তে তিন নম্বরে থাকল জুভেন্তাস। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement