ভিলেন পেশির চোট, এশিয়া কাপে আর নেই মুস্তাফিজুর

ভিলেন পেশির চোটই এ যাত্রায় এশিয়া কাপে শেষ করে দিল মুস্তাফিজুরের সফর। তাঁর বদলি হয়ে বঙ্গ স্কোয়াডে ঢুকে পড়লেন তানিম ইকবাল। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে সোমবারই ঢাকায় চলে এসেছেন তানিম।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১১:৩৫
Share:

ভিলেন পেশির চোটই এ যাত্রায় এশিয়া কাপে শেষ করে দিল মুস্তাফিজুরের সফর। তাঁর বদলি হয়ে বঙ্গ স্কোয়াডে ঢুকে পড়লেন তানিম ইকবাল। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে সোমবারই ঢাকায় চলে এসেছেন তানিম।

Advertisement

রবিবার বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার খেলা চলাকালীন পেশিতে টান লাগে মুস্তাফিজুরের। টিম ফিজিও বায়েজদুল ইসলাম খান বলেন, ‘‘এমআরআই রিপোর্টে এই পেসারের ডান দিকের পিঠে গ্রেড ওয়ান স্ট্রেন ধরা পড়েছে। আগামী দু’দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। তার পর কবে শুরু হবে চিকিত্সা।’’

কবে ২২ গজে ফিরবেন মুস্তাফিজুর? এখনও সে সম্পর্কে কিছুই বলতে পারেননি টিম ম্যানেজমেন্ট।

Advertisement

আরও পড়ুন-বাইশ গজের জার্মানি আর আবেগের ক্যানভাসে ডুবে এশিয়া কাপ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement