Sports News

এই দিনেই শেষ বিশ্বকাপ জয় ভারতের, ফিরে দেখা গর্বের সেই মুহূর্ত

২৮ বছর পর ভারতের ঘরে ক্রিকেট বিশ্বকাপ। ১৯৮৩তে দিয়ে গিয়েছিলেন কপিল দেব। ২০০৩এ ফাইনালে হার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। শেষ পর্যন্ত ভারতের আবার বিশ্বকাপ জয়। এ বার ঘরের মাটিতে মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৬:১৬
Share:

২০১১ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল।

২৮ বছর পর ভারতের ঘরে ক্রিকেট বিশ্বকাপ। ১৯৮৩তে দিয়ে গিয়েছিলেন কপিল দেব। ২০০৩এ ফাইনালে হার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। শেষ পর্যন্ত ভারতের আবার বিশ্বকাপ জয়। এ বার ঘরের মাটিতে মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে। অধিনায়কোচিত ঢঙেই ছক্কা হাঁকিয়ে ম্যাচটাও জিতিয়েছিলেন ধোনিই। গৌতম গম্ভীরের ৯৭ রানের অসাধারণ ইনিংসের সঙ্গে ছিল ধোনির অপরাজিত ৯১ রা। তাতেই শ্রীলঙ্কাকে ১০ বল বাকি থাকতেই ছ’উইকেটে হারিয়ে বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া। মুন্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থেকে গিয়েছে ভারতের সেই সাফল্যের। বিশ্বকাপ জয়ের। দিনটি ছিল ২০১১ সালের ২ এপ্রিল। আজকেই দিনেই ইতিহাস রচনা করেছিল ভারতীয় ক্রিকেট। আরও একবার।

Advertisement

আরও খবর: শাহজাদের অস্কার পাওয়া উচিত, বলছেন এক পাক ক্রিকেটারই

ছ’বছর পর এসে আজও সেই দলের সকলে নস্টালজিয়ায় ডুব দেয়। টুইটারে সেই ছবি পোস্ট করে বীরেন্দ্র সহবাগ লেখেন, ‘‘ছ’বছর আগে আজকের দিনে, ধোনি নিজের সেরা স্টাইলেই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিল। আমরা যারা বিশ্বকাপের স্বপ্নে ডুবে ছিলাম তার বিশ্বকাপ জিতে নিয়েছিলান। এই প্রজন্মের কাছে এটাই সেরা স্মৃতি।’’ বিশ্বকাপে ছিলেন না মহম্মদ কাইফ। কিন্তু পুরো দেশের সঙ্গে তিনিও ছিলেন ধোনিদের পাশে। আজ সেই স্মৃতি টুইটারে ভাগাভাগি করে নিয়েছেন তিনিও। লেখেন, ‘‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন কী অসাধারণ রাত ছিল। গৌতম গম্ভীর আর এমএস ধোনি ভারতকে এই জয় এনে দিয়েছিল। বিশ্বকাপ এনে দিয়েছিল ঘরের মাঠে।’’ আকাশ চোপড়া টুইট করেন, ‘‘ছ’বছর আগে ধোনির ছক্কায় আজকের দিনে বিশ্বকাপ এসেছিল। ২৮ বছর পর আবার বিশ্বকাপ। সারা জীবনের স্মৃতি। আমি গর্বিত।’’ আর এই ছক্কা যে ধোনির জীবনের সেরা ছক্কা সেটা বার বার বলেছেন ক্যাপ্টেন কুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement