লর্ডসের আদলে ইডেনের ইন্ডোরে আসছে ‘স্মার্ট লেন’

যে সংস্থা লর্ডসের ইন্ডোর সাজিয়ে তুলেছে, তারাই ইডেনের ইন্ডোর গড়ে তুলতে সাহায্য করছে। আগে তিনটি নেট করার ব্যবস্থা ছিল। এ বার তা বেড়ে হবে চারটি। প্রত্যেকটিই ‘স্মার্ট লেন’।

Advertisement

ইন্দ্রজিৎ সেনগুপ্ত

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ০৫:০৩
Share:

ফাইল চিত্র।

অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেজে উঠছে ইডেনের ইন্ডোর। গড়ে তোলা হচ্ছে লর্ডসের আদলে। আগামী দু’মাসের মধ্যেই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষের দিকে নতুন ভাবে উদ্বোধন করা হবে ইন্ডোর ব্যবস্থা।

Advertisement

যে সংস্থা লর্ডসের ইন্ডোর সাজিয়ে তুলেছে, তারাই ইডেনের ইন্ডোর গড়ে তুলতে সাহায্য করছে। আগে তিনটি নেট করার ব্যবস্থা ছিল। এ বার তা বেড়ে হবে চারটি। প্রত্যেকটিই ‘স্মার্ট লেন’। অর্থাৎ ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি কোথায় কী ভুল হচ্ছে, তা জেনে নেওয়ার সুবিধা থাকছে প্রত্যেকের জন্য।

চারটি নেটের মধ্যে একটিতে ২৫ রকমের বিশ্লেষণ পাবেন ক্রিকেটারেরা। যেমন বোলার বল করার পরেই স্ক্রিনে দেখতে পাবেন, তাঁর বলের গতি কত, কোথা থেকে তাঁর হাত নামছে, ডেলিভারিতে আদৌ কোনও গলদ আছে কি না। এমনকি ফলো-থ্রু ঠিক হচ্ছে না ভুল, সেটাও উঠে যাবে স্ক্রিনে।

Advertisement

শুধু বোলাররাই নন, ব্যাটসম্যানও দেখতে পাবেন তাঁদের ব্যাট স্পিড কতটা। ঠিক জায়গা থেকে তিনি ব্যাট নামাতে পারছেন না কি না। এমনকি কোন বল খেলার সময় তাঁর ব্যাট কোথা থেকে নামা উচিত। কোন শটের জন্য কতটা গতি ব্যবহার করে ব্যাট চালানো উচিত, সবই থাকবে তাঁর হাতের মুঠোয়। এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিজেদের আরও দ্রুত গড়ে তোলার সুযোগ পাবেন বাংলার ক্রিকেটারেরা।

‘স্মার্ট লেন’’ বানানোর জন্য যে কার্পেট প্রয়োজন, তা ভারতে পাওয়া যায় না। লর্ডসের ইন্ডোর বানানোর জন্য যেখান থেকে এ ধরনের কার্পেট সরবরাহ করা হয়েছে, ইডেনের জন্যও সেখান থেকেই আসছে কার্পেট। প্রায় তিনটি স্তরে বসানো হবে একটি নেটের কার্পেট।

নেটের পাশাপাশি বাড়ানোর হচ্ছে জিম ও সুইমিং পুলের আয়তনও। জিমে যে সব সরঞ্জাম থাকবে, তা আনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আগে দেড়শো স্কোয়ার ফিটের জিম ছিল। তা এ বার বেড়ে ৩০০ স্কোয়ার ফিটের করা হচ্ছে।

সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বেশি দিন লাগবে না। দ্রুত শেষ হবে ইন্ডোরের সংস্কারের কাজ।’’ মনে করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকেই ফের উদ্বোধন করা হবে ইডেনের ইন্ডোর।

গত বছর অগস্টেই সিএবি সিদ্ধান্ত নেয়, লর্ডসের আদলে ইন্ডোর গড়ে তোলার। এ বার বিশ্বকাপের সময় ইংল্যান্ডে গিয়েও তা নিয়ে আলোচনা করেন সৌরভ। ইন্ডোর ব্যবস্থাপনার পাশেই কনফারেন্স রুম গড়তে চায় সিএবি। যেখানে অনুশীলনের পরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে পারেন কোচ। তার পাশেই একটি ক্যাফেটেরিয়া গড়ে তোলার কথা চলছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা কফিশপ খুলতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন