ক্রিকেটারদের খেলার দিকে যেমন নজর থাকে দর্শকদের, তেমনটাই নজর থাকে স্টাইলের দিকে। এমনকি যে ক্রিকেটারদের ইয়ুথ আইকন হিসাবে ধরা হয়, তাঁরা কে কোন স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তা নিয়েও উৎসাহ রয়েছে প্রত্যেকেরই।
বিরাট কোহালি: ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ‘স্টাইলিশ’ বলেই পরিচিত। সারা ভারতের ফ্যাশনিস্তারা তাঁর চুলের স্টাইল পর্যন্ত অনুসরণ করে ফেলেন মুহূর্তেই। বিরাট এই মুহূর্তে ব্যবহার করেন আইফোন এক্স। এই মডেলের আইফোনের দাম এক লাখের কিছু বেশি। যদিও তিনি যে ব্র্যান্ডের অ্যাম্বাসাডর সেই শাওমি ব্র্যান্ডের ফোনও দেখা যায় তাঁর হাতে।
সচিন তেন্ডুলকর: ইয়ুথ আইকন সচিনের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ। তিনি মূলত যে ফোনটি ব্যবহার করেন, তা আইফোন ৭এস। ফোনটির দাম ৬৫ হাজার টাকার মতো।
যুবরাজ সিংহ: শুধুমাত্র ক্রিকেটার হিসেবে নয়, ক্যানসারের মতো মারণ রোগকে জয় করে যুবি দেশের মানুষের কাছে অন্যতম অনুপ্রেরণা। সচিনের মতো তিনিও ব্যবহার করেন আইফোন ৭এস। ফোনটির দাম ৬৫ হাজার টাকার মতো।
রোহিত শর্মা: হিটম্যান শুধু ক্রিকেটের জন্যই নয়। স্বভাবের কারণেও ক্রিকেট অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়। রোহিত ব্যবহার করেন স্যামসাং গ্যালাক্সি এস৮। ফোনের দাম ৫৪ হাজার টাকার কাছাকাছি।
মহেন্দ্র সিংহ ধোনি: ‘ক্যাপ্টেন কুল’ বাইক যেমন ভালবাসেন, তেমন ভালবাসেন কেতাদুরস্ত ফোনও। ধোনি মূলত ব্যবহার করেন আইফোন ৭-প্লাস, ফোনের দাম ৬৫ হাজার টাকার কাছাকাছি।