ইডেনে রাহুল-লক্ষণের জুটি বা মুলতানে সচিনের সঙ্গে সহবাগের বিখ্যাত সেই ইনিংস। টেস্টে শুধু এই ক’টিই নয়, রয়েছে এমন একাধিক অবিস্মরণীয় পার্টনারশিপ। দেখা যাক এমন কয়েকটা পার্টনারশিপের কথা।
ভিনু মাকঁর এবং পঙ্কজ রায়ের প্রথম উইকেটে ৪১৩ রানের পার্টনারশিপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করেন তাঁরা।
মুরলি বিজয় এবং চেতেশ্বর পূজারার মধ্যে দ্বিতীয় ইউকেটে ৩৭০ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান করেছিলেন তাঁরা।
মুলতানে সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সহবাগের মধ্যে ৩৩৬ রানের পার্টনারশিপ। ওই টেস্টেই ভারতের হয়ে প্রথম তিনশো রান করেন সহবাগ।
বলতেই হবে বিরাট কোহালি এবং অজিঙ্ক রাহানের চতুর্থ উইকেটে ৩৬৫ রানের পার্টনারশিপ। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করেছিলেন তাঁরা।
ইডেনে ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের সেই বিখ্যাত ইনিংস। ৩৭৬ রানের সেই পার্টনারশিপ ভারতীয় ক্রিকেটের অন্যতম টার্নিং পয়েন্ট।